আমার দেশ আমার কাছে সবচেয়ে সুন্দর , মহৎ , সবচেয়ে প্রিয় তাই এর প্রশংসায় আমি পঞ্চমুখ ।
আমি বাংলাদেশে বিশ্বকাপ উদ্ভোদনী অনুষ্টানের ভেন্যুতে একজন প্রকল্প প্রকৌশলী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম । উদ্ভোদনী অনুষ্ঠানের পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টি এস সি তে বন্ধু পরাগ Parag Jafar Siddique এর সাথে হঠাত মুখোমুখি হয়েছিলাম বিটিভি ক্যামেরা'র । অনুষ্ঠান কেমন লেগেছে এটা বলতে গিয়ে আমি বলেছিলাম
" আমাদের বাসায় প্রথম সাদাকালো টিভি কেনা হয়েছিলো ১৯৮৮ সালের ওলিম্পিক উদ্ভোদনী অনুষ্ঠানের দেখার জন্য । আমার শিশু মনে সেদিন মনে হয়েছিলো বাংলাদেশে এরকম আয়োজন কি কোনও দিন হবে ?? হা কাল সেই রকম ক্রিকেট বিশ্বকাপের শ্রেষ্ঠ উদ্ভোদনী আয়োজন করে বাংলাদেশ প্রমান করেছে
বাংলাদেশ পারে ............"
বলতে বলতেই আমি আবেগপ্রবন হয়ে পড়েছিলাম । সেদিন বিটিভি'র খবরে শিরোনামে সেটা বারবার দেখাচ্ছিলো । কাল আমি গেছিলাম হাতিরঝিল গিয়েছিলাম ......
আবার বলতে ইচ্ছে করছে বাংলাদেশ পারে ... বিশ্বাস রাখুন বন্ধু ।
বাংলাদেশ পারে ...
আমরাই তো বাংলাদেশ ...
আমরা দুর্নীতি করলে দেশ দুর্নীতি করবে ...
আমরা যা করবো সেটাই আমাদের দেশের পরিচয় হিসেবে বহির্বিশ্বে প্রকাশ পাবে ...
হাতিরঝিল নিয়ে আমার অভিজ্ঞতা বেশ চমতকার । কিছু মানুষের যত্রতত্র ময়লা ফেলতে দেখে একটু খারাপ লেগেছে । একটু নিজেদের পরিবর্তন করতে হবে মন মানষিকতার । ভেবে দেখুন সব কি রাষ্ট্র করবে ?? আমরা শুধু দেশের কাছে চাইব ??? আমাদের আগের প্রজম্ন আমাদের দিয়ে যাচ্ছে একটি স্বাধীন দেশ । আগের প্রজন্মের কাছে আর কিছু চাইবার অধিকার আমাদের নেই যতক্ষন না আমরা দেশের জন্য কিছু না করি ।
স্কটের একটা কথা দিয়ে শেষ করি
" দেশাত্ববোধ মানুষকে কাজকর্মে আন্তরিক করে তুলে ।"
আসলে আন্তরিক হচ্ছিতো আমরা ????????