পুরোনো সেই দিনের কথা
আমি সব কিছুতেই একটু দেরি করে ফেলি । এটা আমার একটা স্বভাবগত বৈশিষ্ট্য । সেই রকম ভাবে ব্লগ বা নেট জগতে আসতেও লেট করে ফেলেছি । আমার বন্ধুরা যখনে নেট ব্রাউজিং বা ব্লগিঙ করে টরে স্যাচুরেশন পর্যায়ে চলে এসেছে এবং অনেকে এসব থেকে রিটায়ার্ড করেছে, যখন আমার ব্লগে আগমন । আমার এক ডাক্তার বন্ধু আর আমি দু জন একই সময়ে রেজিস্ট্রেশন করি । কিন্তু এর পরে শুনতে পাই আমাকে ওয়াচ করা হবে । সেই ওয়াচ পিরিয়ড টা যে কেমন হয়েছিল আসুন কবিতায় বলি-
হে ব্লগ মডারেটরেরা,
তোমরা কি দেখোনি, সে সাতটি দীর্ঘ বিরহ রাত্রে
আমার তৃষিত চিত্তের, অস্থির হাতের
এক একটি মাউস ক্লিক ? কত আবেগের বন্যা,
মিথ্যে প্রশংসার তেলে ভাজা এক একটি পোস্ট;
করে গেছি তোমাদের জন্য ।
তবু গলেনি মন, শোননি অস্ফুট আর্তি আমার-
ফলাফল, মাত্র সাতটি দিন রূপ নিল
ভয়াবহ চারটি মাসে । ততদিনে
আকণ্ঠ হতাশায় নিমগ্ন আমি;
ব্লগিঙ- ধুর, সে কিছু নয়, বাংলাদেশের
নতুন মরীচিকা ।
এমন ভাবনা যখন প্রথিত হৃদয়ের আমার
তখন হঠাৎ বজ্রের কঠোর গর্জন,
প্রজ্জলিত আলোর বানে
ভেসে গেল সব হতাশা । আমি হলাম
জনহুমকি থেকে জনগনেশের বান্ধব ।
তার পরে কাটল বছর ..............
আজকের দিনে শুধাই মডারেটরে,
হে পান্ডবেরা,
নতুন ব্লগার নয়তো কৌরব দল;
থামাও তোমাদের মডারেশনের পাশা খেলা ।
হতাশার জালে আর ধরো না
নতুন কোন মাছ !!
মোটামুটি তো সবই বলে দিলাম । চার মাস পর সেফ হয়ে দেখি, ব্লগতো নয় মোটামুটি যুদ্ধক্ষেত্র । একীরে বাবা, পোস্ট একটা দিয়ে সারতে সারতেই কোথ্থেকে আর কতগুলো পোস্ট এস হাজির । আর নতুন বলে কেউ পরেই নি আমার প্রথম পোস্ট টা । এরকম আরো দু চার দিন হবার পর সব পোস্ট ডিলিট করে, নতুন করে একটা পোস্ট দিলাম ।
এটা তিনদিন পরে ছিল এরকম অবস্থায়
৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য ।
আমি আশাবাদী হয়ে উঠলাম । এর পরেই বলা চলে ব্লগিঙ শুরু হল । আমি একটার পর একটা কবিতা পোস্ট করে যেতে থাকলাম । আমি তখন ফাইনাল টার্মের পরীক্ষা নিয়ে ব্যাস্ত থাকায় খুব বেশি কারো ব্লগেই যেতাম না । কোন সন্দেহ নেই, সেই জন্যেই অনেক পাঠকের নজরে পড়তে পারিনি । আবার একই ভাবে, অনেক সুন্দর সুন্দর পোস্ট আমার নজর এড়িয়ে যায় । যাই হোক, আজকে সে জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি ।
পরীক্ষা শেষে ব্লগিঙ শুরু হল পুরো দমে । বলা চলে এই সময় থেকেই আমি সত্যিকারের ব্লগার । এটা জানুয়ারী মাসের কথা । তো যাই হোক, সামু কিন্তু সেই আগের মতই আছে । কিন্তু আমার কাছে আস্তে আস্তে সামু হযে উঠল ভাললাগার আরেক নাম । আমি এক সময় ফেসবুকেই আমার লেখা কবিতা গুলো আপলোড করতাম এবং সেখানে অনেকেই আমার লেখা পড়তেন । কিন্তু ফেসবুকে একটাই সমস্যা, সে রকম মনোযোগ দিয়ে এবং গঠনমূলক পরামর্শ দিয়ে দু একজন বাদে সেরকম কেউই পড়ত না । আমার নিজের বেলায় একই কথা প্রযোজ্য ।
সেই কারণেই ব্লগ আমার কাছে খুব ভাল লাগতে শুরু করল । বেশ কয়েকজন ব্লগার আমার লেখা পড়েন, তাদের মতামত জানান, বেশ লাগতে শুরু করে ব্যাপারটা । অনেকেই হয়ত জানেন, গঠন মূলক সমালোচনা আমার কাছে ভীষণ মূল্যবান । আমি সবার কথাই খুব গুরুত্ব দেই কেননা, একজন লেখক তার লেখা শেষ করার পরে সেটায় ডুবে থেকে বুঝতে পারেন না, তিনি কেমন লিখলেন । অনেক সময় এমনো হয়েছে, কালকের সর্বোত্তম কবিতা আমার আজ মনে হয়েছে জঘন্য । এ জন্যই মন্তব্য চাওয়া, হয়ত এ জন্যই ব্লগে আসা, তাকে ভালবাসা ।
ভাললাগা সব কিছু
সামহয়্যার ইন ব্লগের যা কিছু আমার কাছে ভাল লাগে তা এখন বলব
১) ইমো - আমার সবথেকে পছন্দের ইমো হচ্ছে এইটা -
এতো কিউট একটা ইমো যে ডিজাইন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ ।
আমার ২য় পছন্দের ইমো হচ্ছে-
বেশ দুষ্ট একটা ইমো । কেমন মিচকা শয়তান ভাব আছে ।
২) পোস্টে ছবি আপলোড-
বিভিন্ন ব্লগে লিখে আমি একটা জিনিস দেখেছি যে, সামুতে পোস্টে ছবি আপলোড সর্বাধিক সহজ । খুবই ভাল লাগে এই জিনিস টা ।
৩) বৈচিত্র্য :
বাংলা ব্লগের ইতিহাসে আজীবনই সামু স্মরণীয় হয়ে থাকবে, প্রথম ব্লগ বলে । কিন্তু তার চেয়ে আমার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হল বিষয় বৈচিত্র্যে কোন বাংলা কমিউনিটি ব্লগই সামুর ধারেকাছে নেই । এত বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে ব্লগিঙ এর জগতে আনতে পারার জন্য সামু কতৃপক্ষ ধন্যবাদ পেতে পারে । তবে, একটা কথাও সবার মনে রাখা দরকার, যে শুরু করে, তাকেই পথ দেখাতে হয় । তাকেই ধরে রাখতে হবে তার মান ।
৪) ইউনিকোড কনভার্ট :
সামুর সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে আমার কাছে এটাকে মনে হয় । এই জিনিসটা না থাকলে সত্যিই আজকে আমি ব্লগার তানিম হতে পারতাম না । কেননা, আমার সব কবিতা গুলোই বিজয় ব্যাবহার করে লেখা । সে গুলো দিয়ে ব্লগ লেখা শুরু করি । আর শুরুতে আমি অভ্র দিয়ে লিখতে পারতাম না ।
৫) লেখায় লিঙ্ক যোগ :
এটিও বেশ সহজসাধ্য বলেই ভাল লাগে আমার কাছে ।
এবারে আসি সামুর কোন কোন জিনিস খারাপ লাগে । এখানে একটা কথা বলতে চাই, যা আমরা ভালবাসি তাকে নিখুত দেখতে চাই । তাই তার যেকোন দোষ ত্রুটি বের করা দোষের নয়, বরং এ ভালবাসার প্রকাশ ।
১) ব্যানার পরিবর্তন :
সামুর ব্যাহ্যিক ডেকোরেশনের দিকটা কোনদিনই আমার খুব বেশি ভাল লাগেনি । বিশেষ দিবসে ব্যানার বদল করলে দেখতে ভাল লাগে এবং সেই দিবসের সাথে একাত্বতা প্রকাশ করা হয় । এ জিনিস টা একটু নজরে নেয়া উচিত ।
২) প্রথম পাতায় একই পোস্টের দু বার অবস্থান :
সামুর প্রথম পাতা যে কোন ব্লগের প্রথম পাতার তুলনায় অত্যন্ত মূল্যবান । তাই এই জায়গায় একই পোস্টের প্রথম পাতায় দুবার অবস্থান খুব পীড়াদায়ক । এই জিনিসটা মডারেশন প্যানেলের উচিত খেয়াল করা এবং সাথে সাথেই একটি পোস্ট সরিয়ে নেয়া ।
৩) ব্লগারের চরিত্র হরণ :
সামুর জন্য সবথেকে লজ্জাজনক বিষয় । আমরা জানি অনেক ভাল ভাল ব্লগার এই কারণে ব্লগ ছেড়ে চলে গেছেন । আমার মনে হয় সময় এসেছে ব্লগের মডারেটরদের শক্ত হাতে ব্যাবস্থা নেবার । একই আইপি থেকে একাধিক নিক খোরা বাতিল করে দিলে এ সমস্যার সমাধান পাওয়া যাবে বলে মনে হয় ।
৪) আস্তিক নাস্তিক বিতর্ক :
আমি সামুতে আসার পর থেকেই ধেখে আসছি বিশাল জনপ্রিয়তা এবং তুমুল গালাগালির ক্ষমতাশালী দুই দল ব্লগার সাধারণ এবং নতুন ব্লগারদের মোটিভেট করে যাচ্ছেন ।
এক দল হলেন নাস্তিক- যারা এই দলের তাদের দেখে মনে হয়, নাস্তিকতা আরেক টা ধর্ম । নতুন বলে প্রচার নেই, প্রচারের মঞ্চ হল সামু । আর এই দলের অনেকে ভাষার ব্যাপারে নিদারূণ অশ্লীল এবং আক্রমণাত্নক । আমি যত টুকু জানি এবং বুঝি- সেই থেকেই বলি, নাস্তিকের অধিকার আছে ধর্ম পালন না করার । কিন্তু আমার কি অধিকার নেই আমার ধর্ম পালনের ?? আমার কি অধিকার নেই আমার অনুভূতি, মূল্যবোধটুক লালনের ?? তাই ধর্মপ্রচারকদের উপর গালাগালি মূলক পোস্ট প্রদান একেবারেই গর্হিত কাজ ।
আরেকদল আস্তিক- যাদের আস্তিকতাও খুব বেশি সুবিধার নয় । নাস্তিকের মনে যা থাকে থাকুক, তাকে বেশি গুরুত্ব দেবার কি দরকার ?? সেটাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে তীব্র প্রতিবাদ করে অনেকেই ব্লগের পাতা পোস্টের পর পোস্ট দিয়ে ভরে ফেলেন । এতে করে নাস্তিক এবং আস্তিক দিন শেষে কি অর্জন করেন আর কি উদ্ধার করেন, তারাই ভাল জানেন ।
৫) বিতর্ক রোধে মডারেশনের ব্যর্থতা :
এটা একদম সত্যি কথা সামুর মডারেশন প্যানেল বিভিন্ন সময়ে ব্লগের পাতা উত্তপ্ত করা বিভিন্ন বিতর্ককে সামাল দিতে ব্যর্থ হয়েছেন । যার ফলে অনেক ব্লগার কে শেষ পর্যন্ত ব্লগ ত্যাগ করতে হয়েছে । এই বিষয়ে কিছু করা উচিত ।
৬) বিভাগের অব্যবস্থাপনা :
আর কোন ব্লগেই নেই লেখকের ইচ্ছা মত বিভাগ তৈরীর নিয়ম । এটা থাকায় সামুতে ঝামেলা বেড়েছে । আমি যে নামে বিভাগ খুলবো আরেকজন নিশ্চয়ই সে নামে খুলবেন না । এটার সমাধান হওয়া দরকার ।
৭) গতি :
আমি গত একটি বছর ধরে তো ব্লগিঙ করছি, তো পরিস্থিতি দেখে দিনকে দিন হতাশ হচ্ছি । সামুর গতি ভয়াবহ রকমের স্লো হয়ে গেছে আজকাল । প্রায়ই সার্ভার মেইনটেনেন্সের দরকার হয় । সে জন্যে কতৃপক্ষের এখনই দৃষ্টি দেয়া উচিত
এবারে সামুর আধুনিকায়ন এবং যুগোপযুগী করার জন্য আমার কিছু প্রস্তাবনা -
১) নির্দিষ্ট বিভাগ তৈরী :
অতি সত্তর নির্দিষ্ট বিভাগ তৈরী করা উচিত এবং তার জন্য আলাদা ট্যাব থাকা উচিত । যিনি ব্লগে আড্ডা দিতে আসেন তার জন্য কবিতা বিরক্তির নামান্তর । আলাদা বিভাগ ব্লগারদের সুবিধাই করে দেবে ।
২) ফন্ট সাইজ বড় করা :
আরেকটু বোধহয় ফন্ট সাইজ বড় করা উচিত । তাতে দেখার সুবিধা হবে । বিশেষ করে যারা মোবাইল থেকে এটায় প্রবেশ করেন, তাদের জন্য বেশি সুবিধা জনক ।
৩) পেইড মডারেটর রাখা :
প্রায় লক্ষাধিক ব্লগারের ব্লগের কন্ট্রোলে মডারেটর হওয়া উচিত সেই পরিমানে । আমার মতে পেইড মডারেটর এবং ২৪ ঘন্টা মডারেশন সময়ের দাবী । কিন্তু এর খরচ টা আবার একটা বড় ব্যাপার । এ জন্যে বিজ্ঞাপন বা সামুর অন্যান্য আয়ের উৎসের উপর নির্ভর করা যেতে পারে ।
৪) মাসিক ই-বুক তৈরী :
প্রতি মাসে ব্লগারদের মতামতের ভিত্তিতে তাদের ভাল ভাল লেখা বাছাই করে বিষয়ভিত্তিক ই বুক করা যেতে পারে । যা নতুন ব্লগারদের জন্য নির্দেশনা এবং একই সাথে পুরোনো ব্লগারদের জন্য চোখ এড়িয়ে যাওয়া পোস্টের সমাহার হতে পারে ।
ফিরে দেখা একটি বছর
ব্লগে সব সময় খেয়াল করেছি, সবাই বর্ষপূর্তি পোস্টে একটা স্ক্রিন শট দেয় । আমি ব্যাতিক্রম হতে চাই না অন্তত এই ব্যাপারে ।
আমার প্রথম লেখা : ক্ষমা চাই
লেখায় প্রথম কমেন্ট : আব্দুল্লাহ (রাইয়ান)
লেখায় সর্বাধিক কমেন্ট : ফাইরুজ
সর্বাধিক মনোযোগী পাঠক : ফাইরুজ
সর্বাধিক মননশীল পাঠক : স্বদেশ হাসনাইন
এবারে আমার পাঠ বিষয়ে কিছু বক্তব্য-
ব্লগ সবচেয়ে বেশি পড়েছি : নষ্ট ছেলে
বেশি কমেন্ট করেছি : নষ্টছেলে
সবথেকে সুন্দর গল্প : "নরকের রাজপুত্র " হাসান মাহবুব
কবিতা : এই মুহূর্তে বলা সম্ভব না
সবচেয়ে সুন্দর ছবি ব্লগ : "জেনে নিন মাউন্ট এভারেস্টের অজানা সব কাহিনী।" সজীব
সবচেয়ে পরিশ্রমী পোস্ট : "শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: " কুড়ের বাদশা
বি.দ্র : এই পোস্ট গুলো সম্পর্কে আমার ভাবনাগুলো একান্তই নিজস্ব
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা :
আমার লেখায় প্রথম কমেন্ট করেছিলেন আব্দুল্লাহ (রাইয়ান) । কিন্তু দু:খজনক ভাবে, এটাই প্রথম এটাই শেষ । যাই হোক প্রথম কমেন্ট কারী হিসেবে তাকে জানাই স্পেশাল ধন্যবাদ ।
যারা আমার লেখায় প্রথম দিকে থেকে শুরু করে এখন অব্দি বিভিন্ন সময়ে অনিয়মিত ভাবে মূল্যবান মতামত দিয়েছেন, তাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা । তারা হলেন-
আব্দুল্লাহ (রাইয়ান), সন্যাসী, এস কে রায়, জীবনানন্দদাশের ছায়া, নুরুন নেসা বেগম, বিপ্লবী স্বপ্ন, রাশীদ জামীল, মেঘমালাকম, সুশিল নিশীথ, নীলমেঘ আমি, রাইসুল সাগর, স্বপ্নময়ী_আমি, গুরুজী, এম চৌধুরী, রনি রাজশাহী, নষ্ট কবি, নতুনছেলে, তিমির, মারুফ মুনজির , মাহবু১৫৪ , জাহিদহাসা১২১২, রাজ_বাবু৯৯, রুপান, এ আর খান, এস, এম, তাহমিদুর রহমান, উড়ুউড়ু , িরয়াদ_আহসান, অরক্ষিত মাহফুজ, ইসমাইলহোসেন০০৭, নিষিক্ত, এ কে এম ওয়াছিয়ুন হালিম, ম.শরীফ , নীল কষ্ট, মহাজাগতিক, সপ্রতিভ , চন্দ্রগ্রহণ, মামুন হতভাগা, বড় বিলাই, মে ঘ দূ ত, এ্যরন, মন মোর মেঘের সঙ্গী, রূপকথার রাজকন্যা, জ্যোস্নার ফুল , লাটিম সিড, কামরুল হাসান শািহ , সেজুতি_শিপু, হার্ট লকার, মোঃ সফিকুল ইসলাম , রথি ,পুশকিন, রনি আহমেদ, অভ্র ভাষা হোক উন্মুক্ত, হাসান ইকবাল, ১১ স্টার, অবনীল,গ্রেটার রোড, স্বপ্ন দিগন্ত, রাজর্ষি, রিক্তের বেদন২০১০, ফারা তন্বী, লজ্জাবতী, কথক পলাশ, sajunsaha, addabuzz , অনবদ্য অনিন্দ্য , চর্যা পদ, অজগর, সপ্নীল, আশরাফ মাহমুদ মুন্না, জল রং, আমি শুভ্র, ছোটমির্জা, ওসিরিস টিমোন, ভালো নেই, জসিম , যৈবন দা, কালপুরুষ , করবি, দূরদ্বীপবাসিনী_, ইমন জ্যাস, নিক্সন১৩৩৩, চাঙ্কু, জাওয়াদ হাসান, অলোক কুমার দাস, আসিফ মেহ্দী, ত্রাতুল, হুপফূলফরইভার, রোকসানা লেইস, জাওয়াদ হাসান , মিটুলঅনুসন্ধানি, আকাশের তারাগুলি , স্বপ্ন ও সমুদ্র, এ.টি.এম.মোস্তফা কামাল, ইশতিয়াক মাহমুদ, ছোটমির্জা, বাবুল হোসেইন , দাউদ রনি, টিনটিন`, দু-পেয়ে গাধ , ময়মনসিংহ হতে, অন্তবিহীন , অচেনা রাজ্যের রাজা, ধীবর, শিপু ভাই, নিমা, রেজওয়ান করিম, শাহরিয়ার রিয়াদ ,টাপুর,মিথিলা সায়মা, একরাশ তরঙ্গ, দূর্যোধন, জুল ভার্ন, ছন্দ্বহীন, ডেইফ, আলিম আল রাজি, মুশতারী, লিলি বিন্তে সো্লায়মান , আইরিন সুলতানা, ভারসাম্য, আব্দুল্লাহ ইবনে শহীদ, লিপি , অরুদ্ধ সকাল , অপরাজিতা ০০৭ , তানিম৭১৯ , সোহরাব সুমন , আহম্মেদ রানা, কর্নেল ব্লেড, পয়গম্বর, চানাচুর, গরম কফি, মোহাম্মদ মোজাম্মেল হক, টিংকু ট্রাভেলার , আর এইচ সুমন, নিশিবাস , কবি আফতাব হোসেন , আরিফ্ ৯১ , মনিহার, নীল ত্রিস্তান, মাসনুন আলম, এখনই সময়, হাসান তারেক , সোহানুর রহমান, রিপেনডিল , কালীদাস, মিলটন , নতুন, অনিক , মরুর পাখি , আমি তুমি আমরা , সুমন ধ্রুব, রুচি , সকাল রয়, মোঃমোজাম হক , মাসুম আহমদ ১৪, আবদুলার , মুকুট বিহীন সম্রাট , ফাও নাম্বার ০০ , চশমখোর, মুরাদ-ইচছামানুষ, ঠোট কাটা , মুসাফির... আমি সুখ পাখি, শ্রাবন্তী, অপ্রিয় সত্য ৭০০ , অন্ধ তীরোন্দাজ, ভুত. , এেকআর , rabbykhan9 , এন্টি ভাইরাস, মুনতাহা , মেনন আহমেদ, মোঃ আরিফ উদ্দিন, রাতুল রেজা , বহুলুল পাগল , পরান , রিজওয়ান উল আলম , শািকল সাঈদ , আরুশা ,আয়ান১০, সায়েম মুরাদ , ইহতিশাম আহমদ , সুপ্রকাশ সরকার, মনিরুল ইসলাম বাবু , শোভন এক্স, হতাস৮৮ , প্রিয়ন্তি , এন ইউ এমিল , তছনছ , জানপাখি, লিটল হামা , পেঁচালি, মন পবন, বেঙ্গল মাসুদ, হকিস্টিক হাসান , কালা'চান , সার্দ রহমান , আসকওয়ানমি, সেইফি ভূইঁয়া, শাহরিয়ার কবির ড্যানি, মেেহদী১০, রাহীম, নিয়নের আলো, চাটিকিয়াং রুমান, দ্যা অক্সি সেভেন, নীল ভোমরা, সাকিন উল আলম ইভান, নিয়ম ভাঙার কারিগর , ইনকগনিটো, শ।মসীর , দূর্জয় ,বিদ্রোহী-৪৬২, নাঈফা চৌধুরী (অনামিকা) , ডি-টু-কে , টিনটিন`, স্মৃতির নদীগুলো এলোমেলো...
আপনাদের সকলকে আবারো ধন্যবাদ আমার লেখায় মন্তব্য করবার জন্য । আপনারা আগামীতে আমার সাথে থাকবেন সেই আশা করে যাই সারাদিন ।
যারা আমার ব্লগে মোটামুটি ভাবে নিয়মিত আমার লেখা এসে কষ্ট করে পড়েছেন, মন্তব্য করেছেন তাদের কে আমি জানাই অন্তরের অন্ত:স্থল থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ । সে সকল ব্লগারের মধ্যে রয়েছেন-
গানচিল , আসিফ মুভি পাগলা , জাহাজী পোলা, শুভ্রতা, তমাল গুরু, ইমন কুমার দে, রেজওয়ানা, মহাবিশ্ব, পটল, ত্রিশোনকু, না আমি, শায়েরী, শায়মা, ছাইরাছ হেলাল, মাহজাবীন জুন, আধাঁরি অপ্সরা , মি: জবরদস্ত , সাইমনরকস, আরিশ ময়ুখ, নীরব 009, সোমহেপি , শেখ মিনহাজ হোসেন, সরল মানুষ, আর এইচ সুমন, জারনো, একুয়া রেজিয়া , অদৃশ্য সত্তার বাক্যালাপ , রিয়েল ডেমোন, সেলিম তাহের , শায়েরী, নিভৃত নয়ন , কবির চৌধুরী, সুরঞ্জনা , কাঊসার রুশো , ত্রিনিত্রি, পাহাড়ের কান্না , হাম্বা, , সত্যবাদী মনোবট, রূপম দা , ময়নামতি , সরলতা, শায়মা, এক রাশ তরঙ্গ, ।
এই সকল ব্লগার আগামীতেও আমার পাশে থাকবেন সেই আশাই করি । বলাবাহুল্য আপনাদের প্রেরণাই আমাকে অনিয়মিত ব্লগ পোস্টিং থেকে রেগুলারিটির দিকে এনেছে ।
আর সবশেষে আমি কৃতজ্ঞতা জানাই আমার ব্লগ বন্ধুদেরকে । যারা আমার প্রায় প্রতিটি লেখা নিয়মিত পড়ে আমাকে উৎসাহ এবং ভালবাসায় সিক্ত করে যাচ্ছেন । তাদেরকে আমি না দেখে না চিনে বন্ধু বলেই ভাবি । এবং তাদের কে আমি কোন ধন্যবাদ দিতে চাই না । দরকার আছে কি তার ?? সেই সব বন্ধুরা হলেন-
ফাইরুজ, রোকন রাইয়ান, শাহেদ খান, মাহী ফ্লোরা, জিসান শা ইকরাম , নষ্ট ছেলে, শূণ্য উপত্যাকা, সুপান্থ সুরাহী, বৃষ্টিধারা, বৃষ্টিভেজা সকাল ১১, রিয়াজ মাহমুদ, শোশমিতা, ইসরা, স্বদেশ হাসনাইন, হানিফ রাশেদীন , সায়েম মুন ।
বন্ধুরা এবং সহব্লগারেরা , আপনারা চালিয়ে যাবেন ব্লগিঙ এবং আমাকে আপনাদের সমর্থন দিয়ে যাবেন । আপনাদের কাউকেই ব্লগ থেকে হারিয়ে যেতে দেখতে চাই না । ইতিমধ্যে বেশ কিছু পরিচিত বন্ধু এবং সহব্লগার ব্লগ লেখা প্রায় ছেড়েই দিয়েছেন, যেমন- শাহেদ খান, নষ্ট ছেলে । তারা আবারো ফিরবেন ব্লগের আঙিনায় এই আশায় শেষ করছি আজকের পোস্ট । সবাই ভাল থাকবেন । শেষ করবার আগে দুটি লাইন আপনাদের সকলের উদ্দেশ্যে-
যাবার আছে যেথা, হে ব্লগারগন
প্রতিদিন যেও সেথা
শুধু রেখে যেও, একে যেও-
সোনা রঙের আখরে,
তোমার পদধূলি ।
মূল্যহীনা আমার খেরোখাতায় !
একদিন সে বাণী বলবে না বলা কথা
নতুন কোন সকালে
আমার কর্ণকুহরে
উৎসর্গ : এই পোস্ট টা উৎসর্গ করছি প্রিয ব্লগার শূণ্য উপত্যাকা এবং হানিফ রাশেদীনকে । শূণ্যদা ব্লগ লেখা থেকে বিরতি নিয়েছিলেন স্বেচ্ছায় । তার বিরতি শেষ হয়েছে । তিনি ফিরে এসেছেন । কিন্তু আমি জানি না হানিফ ভাই এর বিরতি কবে শেষ হবে ?? সত্যিই তাকে আমি মিস করি ............
পূনশ্চ : কেউ কি খেয়াল করেছেন?? এটা আমার ৫০ তম পোস্ট ?
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০১