বড্ড অসহায় লাগে
যখন হাত সংকুচিত থাকে
দুই কড়ি দিতে গিয়ে শূন্য হাত ফিরে আসে
তখন মনে হয় বড়ই প্রয়োজন ছিল অর্থ কুড়াবার
নিজের করে নিয়ে সুখ রচিবার
ক্ষুদার জ্বালায় জ্বলছে মানুষ
হাত পাতে দ্বারে- দ্বারে
দুমুঠো ভাতেই পেট পুরে নেয়
আর কিছু চাই নে তার
আমরা কত রষনাতে পুরি পেট
ওদের জন্ম কষ্টকুঁড়ে
জন্মিছে শুধু জীবন বঞ্চনা সইবার
বড় লোকের দামী গাড়ী দরজার গ্লাসে
চাপড়িয়ে দিন পাড়ি দিবার
এত নিষ্ঠুর হয় কি করে পৃথিবী
প্রকৃতির বন্টনে এত গড়মিল!
কােরোর ঘরে জ্বলে ঘী'র প্রদীপ
কারোর ঘর অন্ধকার!
কারোর অর্থ-সম্পদ ঐতিহ্য বিলীন
কেহ অাবার পথের ফকির।
প্রগতিবাদের নামে যারা মিছিলে
সাম্যর গান গায়,
ওরাই আবার ভিখারীর অর্থ লুটে খায়
সেবার নামে সাইনবোর্ডের পিছনে
ছুরি হাতে বসা কসাই,
গরিব পেলেই তাকে করে জবাই
অসহায় জীবন চলার প্রতিটি বাঁকে
ভৃত্যের কি দাম আছে!
বড় লোক সমাজে হয় সমাজ পতি,
গরিবের সম্পদেই ওরা বনে কোটি-পতি।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩০