এই মিছিলের অগ্রজ আমি
হেয়-রে হেয়ো শ্লোগান আমার
আমি নিজেকে স্বাধীন মুক্ত বিহঙ্গ করে
বিলিয়ে যেতে চাই নীল অবগাহনে।
যেখানে চাঁদ আর তারারা থাকে
সীমাহীন দূরত্বে চমকিত আলোর বলয়
আমাকে সম্মোহিত করে নিয়ে চলে অজানা গন্তব্যে
স্বপ্নের জাহাজে চড়ে পাড়ি দেওয়া ...
অশান্ত সাগরের ভাসা এই আমি
ঢেউ এর পর ঢেউ স্রোতের প্রতিকূলে
এক দু:সাহসিক নাবিক ।
পথের দিশা হারিয়েছি সেই কবে!
শুধু শুন্যতায় ডুবে আঁধারে লোকচুরি খেলে যাই,
এখন আলোতে ফেরা দায়।
আমি এই কূল ঐকূল হারিয়ে;
উম্মাদ পথিক চলছি দিক বেদিক।
অসম আকুলতা শুধুই আমার কর্ণকুহরে বাজে ।
আমি আমাতে হারিয়ে যেতে চাই,
বিলীন হবো তোমাতেও
অবলীলা সুর লহরীর তানে
বিনিদ্র রাত হয় দীর্ঘ
শুন্যতায় এ কী দর্শণ!
আবার আলেয়ার খেলা।
বিমোহিত নয়নে তৃপ্ত হৃদয়
ভরা কলসের শীতল জলে স্নান করে
ঘুমটা পড়া সু নয়না চুপি দিয়ে যায়
সেই যুগল আঁখি -সমুদ্র সমেত
হারিয়ে ছিলাম দুই যুগ আগে।
কতবার হেরেছি ,বার বার জিতেছি
তোমাকে ভেবে
এখনো আমার বেলা কাটে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১