আজো আধো মনে পরে
স্মুতিতে তোমার অধরা মুখ খানি
তোমার টুল পরা চিবুক
হরেক রকম ফিতাতে বেনী করা চুল
এইতো সেই দিন
পথপরে তোমার সাথে দেখা হয়েছিল
হিসেব করতে গিয়ে দেখি চার'শ আশি পক্ষকাল
তোমার মনে আছে কি
সেই দিনের কথা
হাসির মুক্তা জরানো ক্ষন
হর্ষের জোস্না ছরানো দিনটি।
দিনের আকাশে প্রতিবার পূর্ন রূপে পুর্নিমার চাঁদ তুমি
সেই তুমিকে , আমায় ভুলে যেতে বলেছিলে!
তুমিও কি ভুলতে পেরেছ?
যদি তাই হবে -
আজ এতদিন পরেও কেন তোমার জন্য হাহাকার কতেক শব্ধ সঞ্চয় করি কবিতার ডায়েরীতে
যদি তাই হবে তবে কেন গো তুমি খুঁজে নিয়েছ আমাকে
এখনতো দুরত্ব বিবেধ...
যে সুখ তোমাকে দিব প্রতিশ্রুতি দিয়েছিলাম
তুমি আজ সুখেই আছো। তোমার মুখে শুনে আামার কি দুঃখ করা চাই!
তবে কি বলব তোমাকে ভুলে গিয়েছিলাম
নাকি তোমাকে ধারণ করেছিলাম হৃয়দপটে
যেখানে শাপলা ভাসে,হংস ভাসে
আমার চিরচেনা হিজলতলী বিল
নাকি স্বপ্নের রুগ্ন দশা দেখতে দেখতে কেটেছে সময়__
বলতে কি পারবে সেই তুমিও বদলাওনি
শুধুইকি বলবে আমি বদলে গেছি
চুলগুলো আজ পাক ধরেছে , চোখের নিচে কালি,
ওষ্ঠগুলো খসখসে হয়ে গেছে চামড়ার ভাঁজ...
তাতে কি মন সেত চীর যুবা, সবল, স্বচ্ছ কাচের মতো।
এই মনেই ক্ষুদায় করা তোমার অবয়ব
যা কোন উত্তাল ঢেউয়ে মুছে দিতে পারেনা।
তুমি আছো , রবে ততদিন
এই দেহে আছে প্রাণ যতদিন।