আমি কি পেরেছিলাম তোমার নিরবে চলে যাওয়া অবলোকন করতে
তখন থেকে তোমার চলে যাওয়ার গন্তব্যের শেষটা
খোঁজতে- খোঁজতে আমার ২০টি বছর চলে গেল
এরপর। এখনো সেই তুমি চলছ তোমার পথে
আমি পথের মোড়ে--
তোমার চলে যাওয়ার পথ ধরে চেয়ে থাকি
আবছা আলোতে তোমাকে দূরে একটু বিন্ধুর মতোই দেখি
ঐতো তুমি যাচ্ছ তোমার পথ ধরে
যাবার বেলায় একবার ও পিছু তাকালে না
শেষ বার তোমার চোখে চোখ মিলানোর প্রত্যয়ে
এখনো দাঁড়িয়ে আছি
এখন যাপসা দেখি
আর কিছুই ঠাহর করতে পারছি না
তুমি তাকালে কিংবা না
এত দূরে তোমার অবস্থান ।
চর্ম চোখে বুঝা দায়!
এবার মনের চোখে দেখতে চাই
তাও তুমি দূরে..
তোমার অভিমান কাটেনি এখনো হয়তো,
আমি না হয় ভূল করেছিলাম
তুমিতো সুধরাতে পারতে ?
এবার একটু ফিরে তাকাও
দেখে যাও তাকে, যাকে সাগরের মতো বিশাল ভাবতে
সে এখন শুকিয়ে যাওয়া মরা নদী
যেখানে এখন আর কোন পাল তোলা নৌকা বহে না
সে শুকিয়ে যাওয়া বৃক্ষের মতো
যাতে কোন পাতা গজায় না
কি! আশাহত হয়েছ ,
এমনটি দেখবে বলেই চঞ্চল বালকটিকে
জীবন্ত লাস করে গেলে !
নির্বাক বালকটি পথপড়ে চেয়ে থাকল
কিছুই বলতে পারলনা
অক্ষমতার শিকল পরা সেই বালকটি
এখন জাগতিক সুখে বিশ্বাসী নয়
ইন্দ্রীয় সুখ যে মহা সুখ।
তুমি নাই বলে যে খরা তাপ হৃদয় ত্প্ত করে যায়
তুমি হীনা এই আমি হাজারো কষ্টের মাঝে ও তোমার চলে যাওয়ার সীমান্তে এসে
আামার বসন্ত রচনার প্রত্যশা কে বাঁচিয়ে রেখেছি।
একবার ফিরে আসবে ,ঐ পথে, যে পথ ধরে তুমি গিয়েছিল চলে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫