ব্লগকে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেয়া আর ব্লগের লেখার মান আর লেখকদের সাথে সাধারণ পাঠকদের পরিচয় করিয়ে দেবার একটা উদ্যোগ । আর সেই উদ্যোগের ধারবাহিকতাতেই অপরবাস্তব প্রকাশিত হয়ে যাচ্ছে। আর অপরবাস্তব প্রথম চারটি এর প্রকাশনা করছে "ছাপাকল"। এবার বইটি প্রকাশিত হয়েছে "শুদ্ধস্বর" থেকে।
অপরবাস্তব-১
প্রথম প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০০৭, একুশে বইমেলা
বইয়ের ধরন : মিশ্র
সম্পাদকমণ্ডলী : বাকীবিল্লাহ, কৌশিক আহমেদ, অন্যমনস্ক শরৎ, রাসেল পারভেজ, আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, সাদিক মোহাম্মদ আলম, সৈয়দ সাখাওয়াৎ।
প্রচ্ছদ : রাহা
প্রকাশনা : ছাপাকল
অপরবাস্তব-২
প্রথম প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০০৮, একুশে বইমেলা
বইয়ের ধরন : মিশ্র (গল্প ও কবিতা)
প্রধান সংকলক : অন্যমনস্ক শরৎ
সহযোগী সংকলক : অমি রহমান পিয়াল, অন্ধকার, আতিকুল ইসলাম আনন, উদাসী স্বপ্ন, কৌশিক আহমেদ, নওরীন সুলতানা, নাজিম উদদীন, মনের কথা, মুজিব মেহদী, যীশু, রাসেল পারভেজ, সাদিক মোহাম্মদ আলম, সৈয়দ এহসানুল হাবিব, শওকত হোসেন মাসুম, হোসেইন, বাকীবিল্লাহ।
প্রচ্ছদ : শাহরিয়ার হাসান সুলভ
প্রকাশনা : ছাপাকল
অপরবাস্তব-৩
প্রথম প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০০৯, একুশে বইমেলা
পৃষ্ঠাসংখ্যা : ৯৬, মূল্য : ১০০ টাকা
বইয়ের ধরন : গল্পগ্রন্থ
সম্পাদক : লোকালটক
প্রচ্ছদ : বিশ্বজিৎ
প্রকাশনা : ছাপাকল
অপরবাস্তব-৪
প্রথম প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১০, একুশে বইমেলা
পৃষ্ঠাসংখ্যা : ১২৮, মূল্য : ১৩০ টাকা
সম্পাদক : লোকালটক, আবদুর রাজ্জাক শিপন ও কৌশিক আহমেদ
সহযোগী সম্পাদক : একরামুল হক শামীম ও নীরা আহমেদ অপ্সরা
প্রচ্ছদ : মাহবুবুর রহমান
প্রকাশনা : ছাপাকল
অপরবাস্তব-৫
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১০, একুশে বইমেলা
পৃষ্ঠাসংখ্যা : ১৬০, মূল্য : ২৫০ টাকা
সম্পাদক : কৌশিক আহমেদ, বাকীবিল্লাহ, রাশেদুল হাফিজ, রাসেল পারভেজ, অন্যমনস্ক শরৎ, লোকালটক (ফিউশন ফাইভ), সাদিক মোহাম্মদ আলম
প্রচ্ছদ : মেহেদী বানু মিতা
প্রকাশনা : শুদ্ধস্বর
অপরবাস্তব ৫ পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় "শুদ্ধস্বর" -এর ২৫৩-২৫৪ নং স্টলে ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫০