প্রতিদিন আপনি পাবেন একটাকায় 'প্রতিদিনের একটাকায় কবিতা-এখন এখানেই..'
বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল শিক্ষার্থীদের একটি নতুন প্রয়াস । সম্ভবত প্রথম , প্রতিদিন কবিতার কাগজ । সস্তা নিউজ প্রিন্টে এই তরুণেরা পাঠকের হাতে তুলে দিতে চায় মাত্র একটাকায় প্রতিদিনের কবিতাপত্র ।এখন এখানেই.. শিরোনামে এই কবিতাপত্রটি গত নম্ভেবরের প্রথম সপ্তাহ থেকে প্রকাশিত হচ্ছে । তবে প্রথম দিকে ফটোকপি করে পত্রিকাটি চললেও এখন এটি প্রেসে ঝকঝকে ছাপানো কাগজ । কবিতার সাথে থাকছে ইলাস্ট্রেশন ।আর পাওয়া যাচ্ছে মুধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইব্রাহিমের দোকান বটতলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা হল ক্যান্টিন বুয়েট আর লিটলম্যাগ প্রাঙ্গন, ৭৯ আজিজ সুপার মার্কেট, শাহবাগ । কবিতার এই কাগজের যোগাযোগের কয়েকটি সেল নম্বর আছে, ০১১৯০১১৪৮০০,০১৭১২৫২৪৬০৯,০১৮১৯৪৫৭৮৭২ ।
আর ই-মেইল: [email protected]
কবি, কবিতাপ্রেমী সবার জন্যই এই কবিতার কাগজ । আগ্রহীরা যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানা গুলোতে । এমনকি আপনি এই কাগজের গ্রাহকও হতে পারেন । গ্রাহক হলে কাগজ পৌছেঁ যাবে আপনার ঠিকানায় ।
ইতিমধ্যেই এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৫