একাধিক অক্ষরের মাঝে যদি স্পেস না দেয় হয় তাহলে অনেক সময় সেই অক্ষরের অর্থ ভয়াবহ হয়ে যেতে পারে। নিচে সেরকম কয়েকটা ওয়েবসাইটের উদাহরন দেয়া হল:
১। থেরাপিস্ট ফাইন্ডার (Therapist Finder) – ফ্যামিলি এবং ম্যারেজ থেরাপিস্টদের ঠিকানা যোগান দেয় ওয়েবসাইটটি। সাইটটির ওয়েব ঠিকানা http://www.therapistfinder.com খেয়াল করে দেখুন, নামটি যেনো ”দি রেপিস্ট ফাইন্ডার” ডট কম!

২। পাওয়ারজেন ইটালিয়া (Powergen Italia) – ইটালির একটি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির ওয়েবসাইট এটি। সাইটটির ওয়েব ঠিকানা http://www.powergenitalia.com মনে হয় যেনো ”পাওয়ার জেনিটালিয়া” ডট কম! (বাংলায়- যা বুঝার বুঝে নেন)



৩। মোল স্টেশন নেটিভ প্ল্যান্ট নার্সারি (Mole Station Native Plant Nursery) – অস্ট্রেলিয়ার এক নার্সারির ওয়েবসাইট এটি। সাইটটির ওয়েব ঠিকানা http://www.molestationnursery.com নামটি দাঁড়িয়ে গেছে, ”মোলেস্টেশন নার্সারি” ডট কম ( বাংলায়- বিরক্তিকর শিশুশালা)

৪। এক্সপার্টস এক্সচেঞ্জ (Experts Exchange) – বইয়ের পোকাদের জন্য এই ওয়েবসাইটটি। সাইটটির ওয়েব ঠিকানা http://www.expertsexchange.com যৌনতার সঙ্গে কোনো সম্পর্কই নেই সাইটটির। অথচ নামটি মনে হয় ”এক্সপার্ট সেক্স চেঞ্জ” ডট কম!




৫। স্পিড অফ আর্ট (Speed Of Art) – আদতে আর্ট ডিজাইন বিষয়ক ওয়েবসাইট এটি। সাইটটির ওয়েব ঠিকানা http://www.speedofart.com একটানে পড়ে গেলে মনে হতে পারে ”স্পিডোফার্ট” ডট কম!




৬। চিলড্রেনস লাফটার ফাউন্ডেশন (The Children’s Laughter Foundation) – শিশু নির্যাতন ঠেকানোর জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য তৈরি ওয়েবসাইটের নাম হিসেবে এরচেয়ে বাজে নাম যে আর হতে পারে না, তা আর বলার অপেক্ষা রাখে না। সাইটটির ওয়েব ঠিকানা http://www.childrenslaughter.com ভয়াবহ রূপ নিয়েছে নামটি। হয়ে গেছে ”চিলড্রেন স্লটার” ডট কম!



মূল লেখা:
Click This Link
বি:দ্র: জেনারেল হবার পরে এইটা আমার প্রথম পোষ্ট।