গ্রেফতার হয় নি কেউ। এত্ত বড়ো মানববন্ধন হলো আমাকে নিয়ে, আমার বন্ধু বান্ধব সবাই আসলো, আসলো সচেতন মহল, যেন জেগে উঠলো ছিচকে শহরতলীটা, কই দেশ তো জাগলো না। আমি কি দেশের কেউ নই! ওহ, আচ্ছা! আমি তো সাগর-রুনী নই। আমিতো সাধারণ এক মেয়ে ছিলাম। আমার জীবনের আর দাম কি?
আমি আমার কথা বলছি না, শত শত তাহেরার কথা বলছি। আমি আমার হত্যার বিচার চাই না, আমার ধর্ষণের বিচার চাই না। আমি চাই শত শত তাহেরার হত্যার বিচার, চাই শত শত তাহেরার ধর্ষণের বিচার।
আমি তাহেরা বলছি।
[প্রসঙ্গ- আলমডাঙ্গায় এস এস সি পরিক্ষার্থী তাহেরাকে ধর্ষণের পর হত্যা]
[নিউজ লিঙ্ক-
http://www.mathabhanga.com/first-page/49758]
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১