দাঁড়ালেই বুঝি পা-এর অস্তিত্ব মেলে, নাকি সজোরে লাথি কষালে
হাঁটতে হাঁটতে ক'টা নুড়ি পা-য়ে বাজে, হাতে ওঠে, কাচ ভেঙে যায়
স্বচ্ছ কাচের ডগায় রক্ত শোভা পায়, কষ্টবোধ কেবল রূপকথা, গল্প
এক
দুই
তিন
এর-ই মাঝে অনুনোয় জানায় সহজাতবোধের বিবেকবান বিজ্ঞজন
"রক্তের লালে ভুলে যেওনা যেনো তোমার দিনটি ছিলো ভীষণ নীল!"