অসত্য কেবল এক নেতিবাচক শব্দ, যা
সত্যের অস্তিবাচকতার অস্থি ভাঙায় অস্থির
ব্যাকরণ ব্যর্থতা মেনে স্থির হতে চায়
পথ খুঁজে খুঁজে হয়রান-
শুদ্ধ বানান
অপসংস্কৃতি সাংস্কৃতিক বেশে জ্বলে
সূর্য মুখ লুকায় মেঘের আড়ালে
লজ্জার মাথা খেয়ে সভ্যতা ভাসায় অশ্রুবৃষ্টিতে
...
পেন্সিল ভাঙে না, লিড্ ক্ষয়ে যায়।।
জুন ত্রিশ, দুই শুন্য এক শুন্য
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২৩