কোথায় যেনো ছিলো আমার আমি-
এতোটা কাল!
আজ উচ্ছ্বাস্ কোষে কোষে-
নিউরণে যন্ত্রণার ছিঁটেফোটাও নেই!
ছিলো গান, ছিলো প্রাণ- silver lining
সব-ই ফিরেছে মোহময় স্বকীয়তায়
মুগ্ধ আমি অবাক হয়ে তাকায়-
কচি পাতায় এক টুকরো আলোক
আর সত্তায় যেনো নব্য প্রাণালোড়ন!
লা লা লা লা লা.. আহা আহা আহা আ.. আহা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



