যদি এমন হত আমি রাজনের কথা জানতাম না মানে রাজন মরনি তাহলে চাইতাম সাগরের বুকে এই পথ চলা যেন শেষ না হয়। জাহাজে আমরা জানিনা ১৩ বছরের একটি শিশুকে চোরের অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়, জানিনা সেই ঘটনার দৃশ্য ভিডিও করে ফেসবুকে আপলোড দেয়া হয়। যদি এমন হতো আমরা জানিনা মানে সেই ঘটনা ঘটেনি।
যদি বাইরের পৃথিবীটা যদি আমাদের পৃথিবীর মতো হতো? যেমনটি আমাদের সকাল দুপুর রাত একটা নিয়মে চলে। কি খাবো, কি করবো সব কিছু সাজানো। এখানে কোন রাজনেরা মধ্যযুগীয় কায়দায় মরেনা !! যদি রাজন আজ কি করবে সেটা সাজানো থাকতো, যদি রাজনের হত্যাকারীরা আজ কি করবে সেটা সাজানো থাকতো তবে কি রাজনের মায়ের বুক এভাবে খালি হবার কোন পরিকল্পনা আমরা করতাম?
আজ চারদিন পরে নেটওয়ার্ক পেলাম। দেশ থেকে অনেক দূরে বসে জানলাম আমাদের দেশে হত্যাকারীরা ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দেয়। সেলফি ক্রেজ নিয়ে আমি একটা কথা বলতাম, কোন সেলফিই সম্পূর্ণ নয় যতক্ষণ পর্যন্ত যেটি ফেসবুকে আপ্লোড দেয়া না হয়। মোবাইলের মেমোরি কার্ডে জমে থাকা সেলফির কোন দাম নেই। এখন মনে হয় হত্যাকারীরা তাদের হত্যা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে। কোন হত্যাই সম্পূর্ন নয় যতক্ষণ পর্যন্ত না সেটির ভিডিও ফেসবুকে আপলোড না নেয়া হয়। কি সাহস। তারিফ করতে হয় তাদের দেশের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর দুঃসাহস কে। তারিফ করতে হয় মানবিকতাকে এইভাবে জয় করে অমানাবিক, পৌশাচিক আনন্দে ডুবে যাবার পন্থা খুঁজে নেওয়ার সাহসিকতার জন্য।
কি বলবো?? আমি ভিডিওটি খুঁজে দেখার সাহস পাচ্ছিনা। আমি জানিনা মানবিকতার এমন পরাজয় হয়েছে জানিনা রাজন নামের ১৩ বছরের কোন বালককে ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে। আমি দেখতে চাইনা এই পৌশাচিকতা।
কিন্তু এইভাবে খড় গাদায় মুখ লুকিয়ে থেকে আর কতদিন? আমি জানিনা রাজন মরেছে মানে রাজন বেঁচে নেই। রাজনের বেঁচে থাকা আমার জানা না জানার ওপর নির্ভর করেনা। আমার জানা না জানার ওপর নির্ভর করেনা আমার পৌশিকতা করদূর গড়িয়েছে।
এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ নেই। সামাজিক মাধ্যমে আমরা নতুন কোন ইস্যু আসার আগ পর্যন্ত রাজনকে নিয়ে বড় বড় কথা লিখবো। যেমনটি আমরা বিশ্বজিৎ কে নিয়ে লিখেছি, যেমনটি আমরা বৌশাখী মেলায় পাব্লিক প্লেসে আমার মা বোনদের ধর্ষন নিয়ে লিখেছি। এখন আমরা রাজনকে নিয়ে লিখছি। এমন এক একটা রাজন আমাদের লেখার রসদ হয়ে আসবে সামাজিক মাধ্যমে। নতুন রসদ পেয়ে আমরা ছুড়ে ফেলবো পুরানো রসদ। হ্যা এভাবেই হয়ে আসছে, এভাবে হবে । এভাবেই হবে আমাদের সমাজের পরিবর্তন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৪