...
বিচ্ছিন্ন জলাধারের পাশে এই বুড়ো অশ্বত্থ
ছায়াহীন মানবীয় এবং তৃষ্ণায় কাতর এই আমি
নির্ঘূম রাতের পর রাত বসে একা।
অশ্বত্থের ঘন ছায়ায় তপ্ত হৃদয় ক্রমেই উত্তাপে
বিভোর- রোদ্দুর গায়ে মাখা মরু মেষের মতোই;
জলাধারে টলমলে জল- শান্তির হাতছানি অবজ্ঞা
করে এই আমি কন্ঠে অশ্রাব্য
তিক্ত বাসনা পৃথিবীর কাছে লুকিয়ে
রেখছি আজলায় জল তুলে নেবার ব্যর্থতায়।
নির্মেঘ আকাশে চেয়ে থেকে
বৃষ্টি নামার প্রতিক্ষায় প্রহর
কেটে যায়- অমোঘ ক্লান্তিতে সুগভীর অনিদ্রা
তার দিকে চেয়ে থাকার ক্ষণ
জলাশয় থেকে আমাকে রাখে দূরে
রাখে অশ্বত্থের ছায়ায় আমাকে তপ্ত।
হৃদয়ের সব জ্বালাপোড়া ক্লান্তিতে
ঘুমিয়ে পড়েনা, জানি অপেক্ষায় বৃষ্টি নামবে
পৃথিবীতে-
আমার জন্য-
আমি তাই এই অশ্বত্থের ছায়ায় অসতী
হবার বাসনা তিক্ত ভেবে জয়ী
টলমলে জলাশয় বিষধর সাপের বিষে বিষাক্ত
নয়- তবু আমি জয়ী
কেননা আমার এই তৃষ্ণা
শ্রাবণে সিক্ত হবার
আমার এই উত্তপ্ততা মেঘের নীচে বুক পেতে দেবার।
(27th june'2014@ Fangcheng port, China)
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৪ রাত ২:৫৭