একটা শুয়োপোকা কিছুটা বিরতি নিয়ে
আমার হৃদয়টা কুরে খায়
ঠিক আদ্দিকালের মতো
মনে হয় মমি হয়ে শুয়ে থাকি আমি
অনন্ত মূহুর্ত ধরে হৃদয়ের গহ্বরে
শৃঙ্খলা নেই-
নিস্পন্দ জীবনে বিশৃঙ্খল হবার সম্ভবনা খুবই ক্ষীন
কিংবা সম্ভবনাহীন
অধির নির্ভবনায় আমার হৃদয়ে তার বসবাস-
অন্ন নেই শ্রমের বিনিময়ে; তাই-
বেঁচে থাকে হৃদয়ের কুরে খাওয়া মাংশে
বংশ বিস্তারের বিনোদনে
আমার হৃদয় ক্রমাগত ভরাক্রান্ত হয়ে ওঠে।
বেদনার লালা গড়িয়ে নামে ঝর্ণার মতো
বুকের উপর যে পাথর জমে আছে
উঠানামা করতে পারে না তা
চেপে যায় ক্রমাগত- চুপসানো হৃদয়ে।
এ আমার নিস্তব্ধতা
আমার একাকীত্বতা।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৪ সকাল ১১:০৪