সৃষ্টিকর্তা থাকতেই পারে। তবে তিনি আছেন এটা ধরে নিলেও কিন্তু আপনি বলতে পারেন না এই আল্লাহ কিংবা ব্রহ্মাই সেই সৃষ্টিকর্তা।
আরো একটি জিনিষ, সৃষ্টিকর্তা থাকলেও আপনি এখন সকল জীব এবং জড়কে যেমন দেখছেন সেই সৃষ্টিকর্তা এগুলো যে ঠিক এভাবেই সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন একথা কিন্তু বলা যায় না। তাহলে আমাদের চোখের সামনে, আমাদের দলিল পত্রের সামনে কিন্তু 'পরিবর্তন' নামের কিছু ঘটতেই পারতো না।
আপনি কি বলতে পারেন আমাদের সৃষ্টি হয়েছে? আপনাকে বলতে হবে, আমাদের সৃষ্টি হচ্ছে। প্রতি ন্যানো সেকেন্ডে, কোটি কোটি বার নিরবচ্ছিন্নভাবে আমাদের সৃষ্টি হচ্ছে। যে আপনি একসময় হামাগুড়ি দিয়ে চলাফেরা করতেন তার কিন্তু মৃত্যু হয়েছে। আপনার শরীরে এক সেকেন্ড পূর্বে ঘটে যাওয়া লাখ লাখ রাসায়নিক বিক্রিয়াগুলো এখন কিন্তু অন্য বিন্যাসে কাজ করছে।
বস্তুর কল্পনাতীতসংখ্যক এবং ক্রমাগত বিন্যাস সমাবেশের ফলে বিশ্বব্রহ্মান্ডে প্রতি মূহুর্তে নতুন নতুন জীব এবং জড়ের সৃষ্টি হচ্ছে।
সৃষ্টিকর্তা যদি থেকেই থাকেন তাহলে তিনি কিছু আদি বস্তু কণা সৃষ্টি করেই সৃষ্টিকার্য থেকে নিরত থেকেছেন, একথা কি তাহলে বলা যায় না?