যে মেয়ে সারাক্ষণ দ্যাখে স্টার প্লাস, স্টার জলসা, ইটিভি বাংলা অথবা জিটিভি। একটার পর একটা সিরিয়াল !
দেশী চ্যানেলের ঈদের অনুষ্ঠানমালা (বিটিভির ইত্যাদিসহ) ফেলে রেখে ও যে হিন্দি সিরিয়াল দেখে-



সে মেয়ে বাংলাদেশী চ্যানেলে রাত সাড়ে এগারোটায় আগ্রহ নিয়ে ধারাবাহিক নাটক দেখবে- ভাবা যায় ?
বিয়ের প্রায় তিন বছর পর এই প্রথম আমার গিন্নীকে দেখলাম কোন বাংলাদেশী টিভি চ্যানেলে ধারাবাহিক দেখছে !






গতকাল রাত সাড়ে এগারোটায় খুব আগ্রহ নিয়ে চ্যানেল আই দেখতে দেখলাম ওকে। রোশনি !
বললো
-বাহ। এই নাটকের নায়ক নায়িকাগুলোতো ফাইন !



আমি মুখ টিপে টিপে হাসলাম।
এটি যে ইটিভি বাংলাতেও সন্ধা সাতটায় প্রচার হয়, আর এটি যে একটি যৌথ প্রযোজিত ধারাবাহিক নাটক- এসব কিছু জানালাম না। কয়েকদিন দেখুক বাংলাদেশী চ্যানেল। হৃদয়ে মাটি ও মানুষের চ্যানেল।




পরে যখন আক্কেল হবে- তখন বুঝবে !
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৩০