প্রিয় ব্লগারবৃন্দ
আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাতে চাই যে, আমাদের সকলের প্রিয় জানা আপা সম্প্রতি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই সংক্রান্ত বিভিন্ন মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর ডাক্তাররা প্রাথমিকভাবে এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা আশা করছি, আরো কিছু পরীক্ষা সম্পন্ন করার পর আগামী সপ্তাহ থেকে জানা আপার চিকিৎসা শুরু হবে।
অনাগত দিনগুলোতে এই সংশ্লিষ্ট চিকিৎসা কার্যক্রম তাঁর মানসিক শক্তির পরীক্ষা নিবে। জানা আপা একজন অসম্ভব শক্ত মানসিকতার মানুষ। অতীতে আরো অনেক কঠিন যুদ্ধে তিনি তিনি লড়াই করে বিজয়ী হয়েছেন। আমি বিশ্বাস করি এবারও তিনি লড়াই করে জয়ী হবেন।
সামহোয়্যারইন ব্লগকে তিনি তাঁর জীবনের চেয়েও বেশি ভালবেসেছেন। মাতৃভাষা বাংলাকে অনলাইনে প্রতিষ্ঠা করা এবং মাতৃভাষায় বাকস্বাধীণতা চর্চার জন্য তিনি সীমাহীন ত্যাগ করেছেন, বলা যায় নিজের জীবন বিসর্জন করেছেন। এই ব্লগ নিয়ে তাঁর আরো বিশাল পরিকল্পনা রয়েছে, সেই সকল কাজ এখনও বাকি। তাঁর এই কাজ তাঁকেই সম্পন্ন করতে হবে। ফলে তাঁকে ক্যান্সারের সাথে এই লড়াইয়ে অবশ্যই বিজয়ী হতে হবে।
আমি আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে আমাদের প্রিয় জানা আপার সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।
বিনীত,
ব্লগার কাল্পনিক_ভালোবাসা।
এই সংক্রান্ত বিষয়ে আরিল্ড ভাইয়াও একটি পোস্ট দিয়েছেন।