প্রিয় ব্লগার,
শুভেচ্ছা জানবেন। ব্লগারদের লেখা ভিত্তিক ম্যাগাজিন "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এর দ্বিতীয় সংস্করণের জন্য নিচের নির্দিষ্ট বিষয়গুলোতে লেখা পাঠানোর জন্য সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ছোট গল্প
ছোটগল্পের সংজ্ঞা নিয়ে সাহিত্যিক বিতর্কের ব্যাপারটি মাথায় রেখে আমরা সুনির্দিষ্ট কোন শব্দ সংখ্যা নির্ধারণ করছি না তবে আমরা আমাদের প্রত্যাশা থাকবে শব্দ সংখ্যা সর্বোচ্চ ১২০০ – ১৫০০ শব্দের ভেতর সীমাবদ্ধ থাকবে।
কবিতা:
কবিতা শিল্পের মহোত্তম শাখা হিসেবে পরিগণিত। সুনির্দিষ্ট শব্দ সংখ্যা দিয়ে কবিতা প্রকাশ করতে বললে তা কিছুটা হয়ত কবিতার প্রতি অসম্মান করা হবে। তবে আমরা চাইছি ব্লগাররা যেন কবিতায় বিষয় বস্তুতে অন্যান্য বিষয়ের পাশাপাশি সমকালীন রাজনীতি, সমাজ, দেশপ্রেম, স্যাটায়ার ইত্যাদি বিষয়কে প্রাধান্য প্রদান করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি:
এই ক্যাটাগরির বিস্তৃতি বিশাল। এই বিষয়ের সাথে সম্পৃক্ত যে কোন লেখা পাঠানো যেতে পারে। কিন্তু বিজ্ঞানের জায়গায় অপবিজ্ঞান অথবা মিথ যেন চলে না আসে। পাশাপাশি যে কোন টেকনিক্যাল বা থিওরিটিক্যাল লেখার ক্ষেত্রে যথাযথ সূত্র উল্লেখ্য করতে হবে এবং প্রয়োজনীয় ছবি সংযুক্ত করার কোন প্রয়োজনীয়তা থাকলে তা সংযুক্ত করতে হবে বা চাইলে করতে পারবেন।
ইতিহাস ও সংস্কৃতি
ইতিহাসকে বলা হয় সময়ের ডায়রি যার মাধ্যমে মানুষ সামনে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করে। আমাদের সমাজে প্রচলিত ইতিহাসের বাইরে আরো অনেক ইতিহাস চাপ পড়ে আছে, ইতিহাস বিকৃতির মাধ্যমে এমন অনেক কুসংস্কার সৃষ্টি হয়েছে যা হয়ত আমাদের সমাজ, ধর্ম ও সংস্কৃতির সাথে মিছে আছে। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ বিষয় নিয়ে জলদি লিখে ফেলুন।
ভ্রমণ, স্মৃতিচারণ, এবং বিবিধ বিষয়:
এই ক্যাটাগরিতে মূলত ভ্রমণ, ব্যক্তিগত স্মৃতিচারণ এবং আরো অন্যান্য বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন। তবে বিবিধ বিষয়ে লেখা পাঠানোর পুর্বে অনুগ্রহ করে আপনার লেখার বিষয়টি বিষয়টি সম্পর্কে জানাতে মডারেশন প্যানেলের সাথে যোগাযোগ করুন। feedback@somewherein.net ।
লেখা পাঠাবার শেষ তারিখ: ১১ জানুয়ারি, ২০২৪।
লেখা পাঠাবার নিয়ম:
(১) একজন ব্লগার যে কোন বিষয়ে একটি লেখাই কেবল পাঠাতে পারবেন।
(২) যদি ব্লগার নন এমন কেউ এই ম্যাগাজিনে লেখা পাঠাতে চান, তাহলে তাঁকে ব্লগে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধন করার জন্য নিচের লিংকে ক্লিক করতে হবে। https://www.somewhereinblog.net/registration
নিবন্ধন ব্যতীত কারো লেখা নির্বাচনের জন্য মনোনীত হবে না।
তবে এই ক্ষেত্রে ব্লগ টিম যদি কোন লেখককে অতিথি লেখক হিসাবে আমন্ত্রণ জানায়, সেই ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হবে।
(৩)লেখা পাঠাতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল আকারে।ইমেইল বডিতে লেখা পাঠালে তা অযোগ্য হিসাবে বিবেচিত হবে।
ফন্ট সাইজ: ১২
ফন্ট: আদর্শলিপি অথবা সুতনি অথবা সোলায়মানলিপি।
লেখাটি অবশ্যই ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করে পাঠাতে হবে।
ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করার জন্য গুগলে সার্চ দিলে প্রচুর ফ্রি টুল পাওয়া যায়। তার যে কোন একটি ব্যবহার করে যুক্তাক্ষরগুলো সঠিকভাবে কনভার্ট হয়েছে কি না তা খতিয়ে দেখে লেখাটি ফাইলে সেভ করে ইমেইলে এটার্চ করে পাঠাতে হবে।
খসড়া ইমেইল:
To: feedback@somewherein.net
Subject: (যে বিষয়ে লেখা পাঠাবেন, সেই বিষয়টি উল্লেখ্য করবেন। যেমন যদি গল্প পাঠান তাহলে লিখবেন – ছোট গল্প)
প্রিয় ব্লগ টিম,
বাঁধ ভাঙ্গার আওয়াজের দ্বিতীয় সংস্করণের জন্য একটি ছোট গল্প এই ইমেইলে সংযুক্ত করে পাঠালাম।
আমার ব্লগ লিংক:
আমার নাম:
ঠিকানা:
যোগাযোগের নাম্বার: অবশ্যই প্রদান করতে হবে।
(৪) যে কোন ধরনের কপি পেষ্ট পোস্ট বা যথাযথ তথ্যসুত্র বিহীন লেখাকে প্রাথমিকভাবেই বাতিল ঘোষনা হবে।
(৫) পোস্টের বিষয় বস্তুর সাথে সম্পর্কিত নয় এমন ছবি যুক্ত করলে বা পাঠালে পোস্টটি বাতিল হিসাবে গন্য করা হবে।
(৬) যদি পোস্টে কোন ছবি থাকে, তাহলে তা আলাদাভাবে ইমেইলে সংযুক্ত করে পাঠাতে হবে।
শুভেচ্ছান্তে
আপনার নাম।
সকল তথ্যের জন্য অনুগ্রহ করে এই পোস্টটিতে চোখ রাখুন, বিভিন্ন সময়ে এই পোস্টটিতে আপডেট যুক্ত করা হবে।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।