প্রিয় ব্লগার,
শুভেচ্ছা জানবেন। প্রথমেই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই নানান প্রতিকূলতা স্বত্তেও ব্লগ ব্যবহার করার জন্য। বিশেষ করে নানা ধরনের কারিগরী ত্রুটি থাকা স্বত্তেও আপনারা নিয়মিত ব্লগিং করছেন। আপনাদের এই অদম্য মনোভাবই হয়ত এই ব্লগটিকে এখনও টিকে রাখার পেছনে অন্যতম কারণ। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।
এবার ডিসেম্বর মাসে সামহোয়্যারইন ব্লগের জন্মদিন এবং ব্লগ দিবসকে কেন্দ্র আমরা কিছু পরিকল্পনা নিয়েছি যা খুব দ্রুত আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। পাশাপাশি বিভিন্ন সময়ে আয়োজিত নানা ধরনের প্রতিযোগিতার ফলাফল এবং পুরুষ্কার প্রদানের বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই আয়োজনটি আমরা করতে যাচ্ছি। উল্লেখ্য যে, যে সকল ব্লগার গত বছর ব্লগ দিবসকে কেন্দ্র করে নিবন্ধন করেছেন, তাঁদের তালিকা আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। যারা গত বছর নিবন্ধন করেছেন তাঁদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন পড়বে না। এই সংক্রান্ত বিস্তারিত নোটিস আমরা পরবর্তীতে প্রদান করব।
আমরা গত বেশ কিছুদিন যাবত চেষ্টা করছি আমাদের এই সাইটিকে আপনাদের জন্য আরো সহজ বা ত্রুটিমুক্তভাবে উপস্থাপন করার জন্য। কিন্তু আমাদের এই সাইটটি ডেভলপের সাথে যারা যুক্ত ছিলেন তারা প্রত্যেকেই নিজ নিজ পেশায় অত্যন্ত ব্যস্ত থাকার কারনে যে গতিতে এই কাজটি সম্পন্ন হবার কথা ছিলো তার তুলনায় বেশ ধীর গতিতে সম্পন্ন হচ্ছে। উল্লেখ্য যে, কিছু সুনির্দিষ্ট কারনে আমরা আমাদের নিজস্ব টিম ছাড়া অন্য কোন পেশাদার ব্যক্তি বা টিমকে এই সাইটটিতে প্রয়োজনীয় সংস্কারের কাজে সংযুক্ত করছি না। তথাপি আমরা প্রত্যাশা করছি বেশ দ্রুতই আমরা কিছু উল্লেখ্যযোগ্য পরিবর্তন বা সংস্কারের কাজ সম্পন্ন করতে পারব।
পাশাপাশি, গ্রামীন মোবাইল নেটওয়ার্ক থেকে সামহোয়্যারইন ব্লগে প্রবেশের বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের চেষ্টা অব্যহত রয়েছে।কিন্তু কোথাও একটি অদৃশ্য বাঁধার কারনে আমরা সফল হতে পারছি না। এই সংক্রান্ত কোন আপডেট পেলে আমরা আপনাদের সাথে তা শেয়ার করব। আমরা মনে করি, মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর যে কোন ধরনের অন্যায় প্রভাব বিস্তার করার অপচেষ্টা অচিরেই বন্ধ হবে।
প্রিয় ব্লগার,
আমরা বিভিন্ন সময়ে ব্লগারদের কাছ থেকে বিভিন্ন মন্তব্য, পোস্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগ টিমের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন, মতামত, পরামর্শ এবং অভিযোগ পাই। ২০১৪ সালের পর থেকে আমাদের নিজস্ব সিদ্ধান্ত অনুসারে, আমি ব্লগার কাল্পনিক_ভালোবাসা ব্লগ টিমের পক্ষ থেকে প্রকাশ্যে সামনে এসে ব্লগ সংক্রান্ত নানা বিষয় ও প্রশ্নে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করি। ব্লগ টিমে আমি মডারেট হিসাবে দায়িত্ব পালন করছি। ইতিপুর্বে আমাদের ব্লগ টিমে দশ থেকে বারো জন কাজ করলেও বর্তমানে এই সংখ্যাটি তিনে নেমে এসেছে। আমরা সংগত কারনেই বাকি দুইজনের পরিচয় প্রকাশ করছি না।
ব্লগারদের সবচেয়ে আস্থার জায়গা ব্লগের সঞ্চালক বা মডারেটর। একজন মডারেটর ব্লগ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধানত ব্লগের নীতিমালা , ব্লগীয় সংস্কৃতি, কমিউনিটি ব্লগে মত প্রকাশের বৈচিত্রময়তা ইত্যাদি বিষয় মাথায় রেখে সর্বজনীন সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ব্লগ পরিচালনা করেন। খুব স্বাভাবিকভাবে একজন মডারেটর সকল ব্লগারদের প্রত্যাশা পূরন করতে পারেন না। ফলে মডারেটর নিয়ে অনেকের নানা ধরনের অভিযোগ বা পরামর্শ রয়েছে।
আমরা সম্মানিত ব্লগারদের কাছ থেকে মডারেটর, মডারেশন সম্পর্কে যে কোন মতামত বা অভিযোগ বা পরামর্শ এই পোষ্টের মাধ্যমে বিনা দ্বিধায় জানতে চাই। এই ক্ষেত্রে মডারেটরকে কোন ব্যক্তি বিশেষ হিসাবে বিবেচনা না করার অনুরোধ রইল। মডারেটরের কার্যক্রমকে জবাবদিহীতার আওতায় আনা বা আরো পেশাদারিত্ব বৃদ্ধি করার জন্য আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ন।
তাই এই সংক্রান্ত যে কোন পরামর্শ বা মতামত বা অভিযোগ বিনা দ্বিধায় আমাদেরকে জানান।
বিনীত,
ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ২:৩৩