প্রিয় ব্লগার,
আপনারা জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সামহোয়্যারইন ব্লগের দুটো আনুষ্ঠানিক মুখপাত্র আছে, একটি সামহোয়্যারইন ব্লগ পেইজ আর দ্বিতীয়টি সামহোয়্যারইন ব্লগ গ্রুপ।
প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে মানুষের চাহিদা এবং সুবিধা বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন টুল ব্যবহার করে মত প্রকাশ করতে পারেন, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি। এই সব প্রযুক্তি বা সুবিধার তুলনায় ব্লগিং একটি পুরানো কনসেপ্ট। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের টুল ব্যবহার করে যত সহজেই মানুষের কাছে পৌঁছানো সম্ভব, ব্লগিং সেই তুলনায় কিছুটা কঠিন। সহজ ভাষায় বললে, ব্লগ হচ্ছে অনেকটা মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না আর অন্যান্য সামাজিক মাধ্যমের মত প্রকাশ হচ্ছে গ্যাস বা ইলেক্ট্রিক চুলার মাধ্যমে রান্না। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইচ্ছে থাকলেও কিন্তু লাকড়ির চুলা দিয়ে রান্না সম্ভব না, গ্যাসের চুলায়ই রান্না করছি। অথচ মানুষ জানে যে গ্যাসের চুলার চাইতে লাকড়ির চুল্লার রান্না বেশি মজা হয়।
যাইহোক, উদহারনটা কতটা সঠিক হলো, ঠিক বুঝতে পারছি না। তবে আমি চাই নতুন প্রজন্মকে ব্লগিং এর আদি ও প্রাতিষ্ঠানিক রুপ সম্পর্কে জানাতে। কেন ব্লগিং প্রয়োজন, লেখা লেখি বা সৃজনশীলতা বা ইত্যাদি প্রয়োজনে ব্লগিং কেন প্রয়োজন বা ব্লগে কেন লিখবেন ইত্যাদি সম্পর্কে ব্লগারদের কাছ থেকে কিছু বিজ্ঞাপন টাইপ লেখা প্রত্যাশা করছি।
আমরা ব্লগারদের কাছ থেকে যে কপিগুলো পাবো, তা আমাদের আনুষ্ঠানিক ফেসবুক পেইজের বিজ্ঞাপনের অর্গানিক রিচের জন্য ব্যবহার করব। যার কপি থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া যাবে, তার জন্য থাকবে পুরুষ্কার হিসাবে থাকবে 'বই'।
কপি সম্পর্কে বিস্তারিতঃ
ক) অল্প কথায় ব্লগ সম্পর্কে এমন কিছু কারন বর্ণনা করা যা ব্লগে নতুন কাউকে আসতে উৎসাহিত করবে।
( সর্বোচ্চ শব্দ সংখ্যা ৬০ - ৭০)
খ) যে কোন কারন যা বিজ্ঞাপনের পাঞ্চ লাইন হিসাবে ব্যবহার করা যাবে অথবা
গ) স্লোগান টাইপ কোন কিছু অথবা
ঘ) যারা ইতিপূর্বে কপিরাইটিং বা কন্টেন্ট রাইটিং করেছেন, তারা যে ব্যাপারগুলো মাথায় রাখতে পারেন - ব্লগ সম্পর্কিত কিছু ইউএসপি, অর্গানিক রিচ, এসইও ইত্যাদি।
উদ্দেশ্যঃ ব্লগে নতুন লেখক নিবন্ধন করানো, ব্লগে নতুন মানুষ সম্পর্কে আগ্রহ জানানো।
যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্য খুব অল্প কথায় বলছি,
ক) কপি রাইটিং আর কন্টেন্ট রাইটিং এক বিষয় নয়।
খ) যে সকল লেখায় নানা ধরনের তথ্য থাকে এবং যা সরাসরি মার্কেটিং এর উদ্দেশ্যে নয়, এই সব লেখাকে মোটা দাগে কন্টেন্ট রাইটিং বলে। যেমন ধরুন কেউ যদি লালবাগ কেল্লা নিয়ে কিছু লিখেন তাহলে সেটা হবে কন্টেন্ট আর কেউ যদি লালবাগ কেল্লায় বেড়াতে যাওয়া জন্য উৎসাহিত করে কিছু লিখে সেটা হবে কপি।
গ) আর যে সকল লেখা মুলত পন্যের প্রচার বা প্রসারের জন্য লেখা হয় সেগুলো মুলত কপি। বাংলাদেশের একটা বিখ্যাত কপি বলছি - মাছের রাজা ইলিশ বার বাত্তির রাজা ফিপিস।
তাহলে লেগে পড়ুন আর দেরি করা কেন? আপনাদের উৎসাহের জন্য বলছি, আমাদের ব্লগের অনেক ব্লগার বাংলাদেশের বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানের কপিরাইটার হিসাবে কাজ করছে। যাদের নুন্যতম সম্মানী শুরু হয় ৫০ হাজার টাকা থেকে। আর ভালো অভিজ্ঞ একজন কপিরাইটার মাসে লাখের উপরে আয় করেন।
আপনারা চাইলে এই পোস্টের কমেন্টে অথবা নিজেরা নতুন পোস্ট করে এই পোস্টের কমেন্টে লিংক দিয়ে যেতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন পারেন, এমন কোন ব্লগার থাকলে এখানে কমেন্ট করে জানালে খুশি হবো। আমরা যে কপি পাবো, সেটার জন্য প্রয়োজনীয় কিছু ইনফো গ্রাফিক্স তৈরীর জন্য লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আপডেটঃ
ধন্যবাদ আপনাদের সবাইকে মন্তব্য করার জন্য।
ব্লগারদের বুঝার সুবিধার্থে আমি এখানে কিছু জিনিস যুক্ত করতে চাই।
কপি হচ্ছে একধরনের বিজ্ঞাপন বা প্রচারনা। আপনি যে পন্যটি সম্পর্কে প্রচারনা করবেন, তা সম্পর্কে আপনি দুইভাবে লিখতে পারেন। এক, মন যা চায় ইচ্ছে মত। দুই, যে পন্যটি সম্পর্কে লিখছেন, সেই পন্যটির টি জি অর্থাৎ টার্গেট অডিয়েন্স, বা আরো সহজভাবে ব্যবহারী কারা হতে পারে তাদের ব্যাপারটি মাথায় রেখে বিষয়টি লিখতে হবে এবং যা লিখবেন সেটা হবে ইউনিক কিছু। সেটা বিশ্বাসযোগ্যতার ব্যাপারটি নির্ভর করবে প্রোডাক্ট এবং অডিয়েন্সের উপর। যেমন ধরুন - অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ। গ্রামীন ফোনের এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়া জুড়ে দারুন জনপ্রিয় হয়েছিলো। এই ডায়লগটি এমন জনপ্রিয় হয়ে ছিলো যা মানুষের মুখে মুখে ছিলো। এই ব্লগেও তার প্রচুর উদহারন আছে।
'আপনিও হতে পারেন দিন বদলের অগ্রদূত' - এই লাইনটি কপি হিসাবে উৎরে যায়, কিন্তু এই কপিটার ভেতর নতুন কিছু নেই। কারন দিন বদল শব্দটার সাথে একটা ব্রান্ড কোলাবোরেশন আছে অর্থাৎ দারুন ভাবে যুক্ত হয়ে আছে। কোম্পানীটির নাম কি বলতে পারবেন?
এই কোম্পানীর প্রতিটি বিজ্ঞাপনে দিন বদল নিয়ে সিরিজ করেছে। ফলে ব্লগে দিন বদল শব্দটির প্রয়োগ করতে হলে আপনাকে এর যথার্থতা প্রমান করতে হবে।
বিষয়টাকে জটিল ভাবার কারন নেই। আমি সহজ করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মত কিছু কারন লিখুন, যে কারনে নতুন প্রজন্ম ব্লগিং অব্যাহত রাখবে।