প্রিয় ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা জানবেন। ১৯ শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস উদযাপন করার জন্য অনেক ব্লগার, ২০১৯ সালের ন্যায় ব্লগারদের একটি পুর্নমিলনী অনুষ্ঠান আয়োজন করার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছেন। বিষয়টিকে আমলে নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি, অল্প সময়ের মধ্যে এই সংক্রান্ত পরিকল্পনা ব্লগারদের সামনে উপস্থাপন করা হবে। অনুগ্রহ করে আমাদের নোটিস পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
আরো একটি প্রয়োজনীয় তথ্য সকলের অবগতির জন্য জানাচ্ছি:
১। সামহোয়্যারইন ব্লগের একটি ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপটি আনুষ্ঠানিক, বাকি গ্রুপের ব্যাপারে আমাদের কোন দায়িত্ব নেই। এই গ্রুপটি মূলত চালু রাখা হয়েছে যারা তুলনামূলক অনিয়মিত ব্লগার তাদেরকে ব্লগ সম্পর্কে নিয়মিত অবহিত করার জন্য এবং ব্লগ সংক্রান্ত যে কোন সমস্যার দ্রুত সমাধান করার জন্য। গ্রুপে যোগদানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, তা অনুসরণ করলেই কেবল গ্রুপে যুক্ত হওয়া সম্ভব। উল্লেখ্য, সেখানে প্রদানকৃত সকল তথ্যের গোপনীয়তা ব্লগারদের গোপনীয়তা রক্ষার্থে যে সাধারণ নীতিমালা আছে তার ভিত্তিতেই সংরক্ষণ করা হয়।
২। ব্লগারদের সাথে সহজ যোগাযোগ এবং ব্লগ সংক্রান্ত যে কোন সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে গত কয়েক বছর যাবত ব্লগ টিম এবং ব্লগের আনুষ্ঠানিক মুখপাত্র হিসাবে ব্লগার কাল্পনিক_ভালোবাসা প্রকাশ্যে কাজ করছেন। অতি গুরুত্বপূর্ণ যে কোন সিদ্ধান্ত বা ঘোষণা পূর্বের ন্যায় নোটিস বোর্ড থেকেই প্রদান করা হবে।
৩। ব্লগ টিম, মডারেটর বা ব্লগ সংক্রান্ত অন্য যে কোন বিষয়ে আপনার অভিযোগ জানাতে আমাদেরকে মেইল করুন। আমাদেরকে মেইল করার ঠিকানা - [email protected]। এই মেইল ঠিকানায় ব্লগের দায়িত্বপ্রাপ্ত সকলের পর্যায়ের ব্যক্তিদের যুক্ত করা হয়েছে। ফলে এখানে পাঠানো যে কোন মেইলকে আনুষ্ঠানিকভাবে বিবেচনা করা হয়। ব্লগ সংক্রান্ত যে কোন অভিযোগের ক্ষেত্রে অনুগ্রহ করে আনুষ্ঠানিকতা বজায় রাখুন। ব্যক্তি পর্যায়ের সৌহার্দ্যকে বিবেচনা করে ব্যক্তিগতভাবে ব্লগ সংক্রান্ত যে কোন অভিযোগ জানানোকে নিরুৎসাহিত করা হলো।
শুভ ব্লগিং।
ব্লগ টিমের পক্ষ থেকে
ব্লগার কাল্পনিক_ভালোবাসা
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭