ছবি ব্লগ প্রতিযোগীতা সংক্রান্ত জরুরী আপডেট
ক। ছবি ব্লগ পোস্ট করে এই পোষ্টে তার লিংক সংযুক্ত করুন।
খ। ছবি ব্লগের তালিকা - যা প্রতিদিন আপডেট হবে
১। সাদা মনের মানুষ
শাহ মখদুমের দেশে
২। শাহ আজিজ
ছবি ব্লগ প্রতিযোগিতা
ছবি ব্লগ দ্বিতীয় পোস্ট
৩। জুন
ছবি ব্লগ প্রতিযোগিতা --- নৌযান
দেশ থেকে দেশে (ছবি ব্লগ প্রতিযোগিতা ২)
৪। শোভন শামস
চালতা গাছে ফুল আর মেঘ রৌদ্রের খেলা- ছবি ব্লগ
৫। রানার ব্লগ
ছবি প্রতিযোগিতা !!!
৬। কাজী ফাতেমা ছবি
কয়েক টুকরো বাংলাদেশ (ছবি ব্লগ প্রতিযোগিতা ২০২১)
জীবন এমনই, জীবন যেখানে যেমন (ছবি ব্লগ প্রতিযোগিতা-২)
৭। মোঃ মাইদুল সরকার
প্রতিযোগিতা ছবি ব্লগ।
৮। মরুভূমির জলদস্যু
সমূদ্র-সৈকতে - ০৫ ১০টি ফুলের ছবি -পার্ট থার্টি নাইন
৯। সামিউল ইসলাম বাবু
চলে এলাম সামু ছবি ব্লগ প্রতিযোগিতায়
১০। আমিই সাইফুল
প্রতিযোগিতায় নাম লেখালাম।
১১। সাজিদ
আমারও ছবি ব্লগ দিতে ইচ্ছে হলো
১২। শফিউল আলম চৌধূরী
People at work - কর্মজীবি মানুষ
ছবি ব্লগঃ রাতের ঢাকা
বাংলার পথে প্রান্তরে
১৩। নতুন
ছবি ব্লগ প্রতিযোগিতা "নতুনোটগ্রাফী: পছন্দের কিছু ছবি''
১৪। সামিয়া
নানা রঙের দিনগুলি
ছবি ব্লগ প্রতিযোগিতা “আমাকে পরিত্রান দাও ছায়া”
১৫। সোনালি সকাল
ছবি ব্লগ প্রতিযোগিতাঃ একটি সোনালী সকাল
একটি মাত্র ছবি দিয়ে ছবি প্রতিযোগিতায় অংশগ্রহন করলে সেটা নিশ্চিতভাবে দারুন আত্মবিশ্বাসের ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে এই ক্ষেত্রে ব্লগার সোনালি সকালের আন্তরিকতা প্রকাশ পেয়েছে বিধায়, এই ছবিটি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হলো।
১৬। ঢুকিচেপা
লেন্সের ওপারে- ছবি ব্লগ প্রতিযোগিতা।
১৭। ইসিয়াক
ছবি ব্লগঃ কিছু ছবি কিছু স্মৃতি
১৮। ইফতেখার ভুঁইয়া
ছবি ব্লগ প্রতিযোগীতায় নেমে পড়লাম
১৯। নূশাদা
ছবি ব্লগঃ প্রকৃতি
আমার ভীনদেশী তারা
২০। মোঃমোজাম হক
ছবি ব্লগঃ কিছু খন্ড চিত্র
২১। নিয়াজ সুমন
জীবন যেখানে যেমন
২২। হাসান রাজু
ছবি ব্লগ প্রতিযোগিতা (যেখানে শুধু ছবির গল্প।)
ছবি ব্লগ প্রতিযোগিতা (যেখানে আজ শুধু ফুলের গল্প)
২৩। ওমেরা
ছবি ব্লগঃ নানা রঙের দিনগুলি
২৪। শেরজা তপন
ফটোগ্রাফারদের ফটোগ্রাফি- ফান পোষ্ট
( আমি ঠিক জানি না, প্রিয় তপন ভাই এই পোস্টটি কি ভিন্নধর্মী ছবি ব্লগ হিসাবে দিয়েছেন কি না, যদি না দিয়ে থাকেন তাহলে আমাকে জানালে আমি তা ছবি ব্লগ থেকে সরিয়ে নিবো )
২৫। অর্ক
ছবি ব্লগ প্রতিযোগিতাঃ বালিকাবেলা
২৬। নূর মোহাম্মদ নুরু
ছবি ব্লগ প্রতিযোগিতা আমারও ইচ্ছে হলো
২৭। মাসউদুর রহমান রাজন
ছবি ব্লগ প্রতিযোগিতা: এই নাগরিক জীবনে (সব ছবি দিয়া ফেল্লাম, আর নাই)
২৮। ভুয়া মফিজ
বিলাতি বুনো সৌন্দর্য।
২৯। আমি পরাজিত যোদ্ধা
ছবি ব্লগ পরাজিত অবসাদ।
৩০। সুমন জেবা
ছবি ব্লগ : ছবি যেন শুধু ছবি নয়
৩১। সাখাওয়াত হোসেন বাবন
ছবি ব্লগ - বৃক্ষ,চাঁদ ও পাখির গল্প
যে সকল ব্লগার ছবি ব্লগ প্রকাশ করেছেন কিন্তু প্রতিযোগীতায় অংশ নিতে চান নিঃ
আমি ঠিক জানি না কেন এত চমৎকার ছবি ব্লগগুলোকে কেন সংশ্লিষ্ট ব্লগারবৃন্দ প্রতিযোগীতার বাইরে রেখেছেন। আমার বিচারে এই ছবি ব্লগগুলো অবশ্যই প্রতিযোগীতায় আসতে পারে।
১। ডঃ এম এ আলী
ছবি ব্লগ: শান্ত শীতল সরোবরে জলে,স্থলে,অন্তরিক্ষে থাকা এক ঝাক রাজহংসের সাথে কাটানো কিছুটা সময়।
২। আরইউ
ছবি পোস্ট "জলের ধারে" -- "ছবি ব্লগ প্রতিযোগিতা"-র জন্য নয়
যে সকল ছবি ব্লগ প্রতিযোগীতার জন্য মনোনিত হয় নিঃ
নাহিদ ২০১৯।
ছবি ব্লগ : Anura
কোন কারন ছাড়া যারা একটি মাত্র ছবি ব্লগ প্রকাশ করেছেন, ব্লগ টিম মনে করে তারা প্রতিযোগীতার ব্যাপারে আগ্রহী নয়। তাই এই ধরনের পোষ্ট প্রতিযোগীতার জন্য নির্বাচিত হয় নি।
ব্লগার অপু তানভীর প্রকাশিত সকল ছবি ব্লগের একটি তালিকা করেছেন। ছবি ব্লগ প্রকাশ করে এই পোষ্টে যুক্ত করার পর অপু তানভীরের পোষ্টেও যুক্ত করতে পারেন।
আপডেট সমাপ্ত।
একটা সময় ব্লগে ছবি আপলোড করা বেশ কষ্টকর ছিলো। মজার ব্যাপার হচ্ছে, সেই সময় ব্লগাররা প্রচুর ছবি ব্লগ আপলোড করতেন। পরে যখন ছবি আপলোড করার বিষয়টি সহজ করা হলো তখন শুরু হলো ব্লগের উপর নানা ঝামেলা। এর প্রভাবে অনেক কিছুই হারিয়ে গেলো। হারিয়ে গেলো ছবি ব্লগ নামের দারুন একটা টপিক। এখন অনেকেই শিরোনামহীন একটা বা দুইটা ছবি দিয়ে ছবি ব্লগ প্রকাশ করেন। মাঝে মাঝে এখনও ভালো ছবি ব্লগ দেখা যায়। এই সব ছবি ব্লগ দেখে ক্ষুধা মেটে না।
ছবি ব্লগ আপলোডে কিছুটা প্রাণচাঞ্চল্য আনার জন্য সম্মানিত ব্লগারদের জন্য একটি ছবি ব্লগ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যিনি বিজয়ী বা সেরা হবে তার জন্য উপহার হিসাবে থাকবে বই। এছাড়া যারা দ্বিতীয় ও তৃতীয় হবেন, তাদের জন্যও পুরুষ্কারের ব্যবস্থা থাকবে।
ছবি ব্লগের বিষয়বস্তুঃ দৈনন্দিন জীবন, নাগরিক সাংবাদিকতা এবং মিশ্র ক্যানভাস।
সময়সীমাঃ আজ রাত ১২ টা অর্থাৎ ১৭ জুন থেকে শুরু হয়ে আগামী ২৭ জুন মধ্যরাত পর্যন্ত।
পোষ্টের শুরুতেই ছবি দেয়া যাবে না। ছবি ব্লগ সম্পর্কে কিছু লিখে বা নুন্যতম একটি শিরোনামের পর ছবি যুক্ত করতে হবে।
১। সকল ছবি নিজের তোলা হতে হবে।
২। অন্যের তোলা ছবি দেয়া যাবে না।
৩। প্রতিটি ছবির শিরোনাম থাকতে হবে।
৪। সর্বোচ্চ ১২ টি ছবি প্রকাশ করা যাবে।
৫। যদি কেউ অন্য কারো ছবি প্রকাশ করেন বলে কোন অভিযোগ পাওয়া যায়, সেই ক্ষেত্রে তিনি প্রতিযোগিতা থেকে বাদ হবার পাশাপাশি সাময়িক সময়ের জন্য ব্যান হবেন।
৬। নিজের মাল্টি আইডি দিয়ে লাইক দেয়া যাবে না, তবে কেউ চাইলে নিজের মাল্টি আইডি দিয়ে পোস্ট দিতে পারেন। অর্থাৎ কারো মুল আইডি যদি হয় 'রফিক' তিনি তার 'শফিক' আইডি দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কিন্তু 'রফিক' আইডি দিয়ে 'শফিক' আইডিকে লাইক দিতে পারবেন না। যদি ব্লগ টিম কোন আইডির বিরুদ্ধে এই ধরনের কোন প্রমান পায় বা সন্দেহ করে, তাহলে সেই আইডির পোস্ট করা ছবি ব্লগ প্রতিযোগিতা থেকে বাদ হতে পারে।
৭। একটি আইডি থেকে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩টি পোস্ট দেয়া যাবে।
৮। রান্না ব্লগ, ভ্রমন ব্লগকে ফটো ব্লগ হিসাবে দেয়া যাবে না। তবে ভ্রমনে গিয়ে তোলা যে কোন ছবিকে আপনি চাইলে ফটো ব্লগে যুক্ত করতে পারেন। যেমন কক্সবাজার বেড়াতে গিয়ে সুর্যাস্তের ছবি, একজন ফটোগ্রাফারের ছবি তোলার চেষ্টা ইত্যাদি। তেমনি কোন নির্দিষ্ট রান্না বা খাবারের ছবি আপলোড করা যাবে।
৯। যাদের ফেসবুক আইডি আছে, তারা ছবি ব্লগ প্রকাশ করে এই গ্রুপে শেয়ার করবেন।
১০। ছবি তোলার কোন নির্দিষ্ট ডিভাইস নেই। যে কোন ভালো রেজুলেশনের ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন।
ছবি আপলোড করতে কোন সমস্যা হলে যোগাযোগ করুনঃ jadid@somewherein.net, feedback@somewherein.net
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৩