আজকে সকালে যখন সবাই ভিপিএন ছাড়াই ব্লগে প্রবেশ করতে পারছিলেন, আমি তখনও পারছিলাম না। এর আগেও এমন হয়েছে যে কেউ কেউ ব্লগে প্রবেশ করতে পারছিলেন, তাই আমি প্রথমে খুব একটা খুশি হতে পারছিলাম না। কিন্তু ধীরে ধীরে সবাই যখন পর্যায় ক্রমে ব্লগে ঢুকতে শুরু করেন, পোস্ট আর স্ট্যাটাসের মাধ্যমে জানায় ব্লগে বিনা বাধায় প্রবেশের কথা, তখন আমার অদ্ভুত একটা অনুভুতি শুরু হলো। কেন যেন মনে হলো আমি তো জাহালমের মত! আট মাস নিরপরাধে কারাবরন করে হঠাৎ শুনলাম মুক্তির বারতা! ব্লগ খুলে দেয়া হয়েছে, মুক্ত করা হয়েছে মাতৃভাষায় আমার কথা বলার স্বাধীন মঞ্চ।
হঠাৎ খুব আবেগাপ্লুত হয়ে পড়লাম। এই ব্লগ আমার জন্য একটু বিশেষ কিছু। সামহোয়্যারইন ব্লগের প্রভাব আমার জীবনে ব্যাপক। ব্যক্তিগত প্রাপ্তির হিসাবে অপরিসীম। এই ব্লগকে আমার কখনও মনে হয় না অন্য কোন প্রতিষ্ঠান বা অন্য কারো, এটাকে শুধু মনে হয় নিজের। যখন কেউ সামু ব্লগের সমালোচনা করে, মনে হয় আমার নিজের সমালোচনা কেউ করছে। রেগে যাই, শান্ত হই, ছেলেমানুষী করি। সামুর যে কোন প্রাপ্তিতে নিজের প্রাপ্তির আনন্দ হয়। আমার বিশ্বাস আমার মত এমন অনুভুতি প্রায় সকল ব্লগারেরই হয়।
আজকে অনেক পুরানো ব্লগারদের ব্লগে লগ ইন করতে দেখলাম। অনেকে পোস্ট দিয়েছে। এই মানুষগুলোর সাথে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দেখা হয়। কিন্তু ব্লগে এদের পোস্ট পড়লে, দেখলে মনে হয়, পুরানো কেউ বাড়িতে বেড়াতে এসেছে। এটা অদ্ভুত এক নষ্টালজিক অনুভুতি, যা ঠিক প্রকাশযোগ্য নয়।
আমি আশা করি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে - সামহোয়্যারইন ব্লগকে মুক্তি দেয়া হয়েছে, খুলে দেয়া হয়েছে মানুষের মত প্রকাশের জন্য। আমি সত্যি ভীষন আনন্দিত। আমি কৃতজ্ঞতা জানাই সকল ব্লগারদের যারা শত প্রতিকূলতা মেনেও ব্লগিং করেছেন, মাতিয়ে রেখেছেন আমাদের এই প্রিয় প্লাটফর্ম।
আর বিশেষ ধন্যবাদ জানাই জানা আপাকে। অদ্ভুত শক্তিশালী একজন মানুষ তিনি। ন্যায় এবং সততার যে দৃঢ়তা অন্যায়ের বিরুদ্ধে তিনি আত্মবিশ্বাসের সাথে দেখিয়েছেন, সেটা অবশ্যই শিক্ষনীয়।
ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা সবাইকে।
শুভ ব্লগিং!
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০২