ব্লগ ডে কে কেন্দ্র করে ব্লগারদের সাথে সামনা সামনি পরিচিতি হওয়ার রীতিটি বাংলা ব্লগ কমিউনিটির সবচেয়ে উল্লেখ্যযোগ্য এবং আনন্দজনক অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। প্রতি বছরই ব্লগাররা নিজেরা ব্যক্তিগতভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই ধরনের অনুষ্ঠান ব্লগারদের মাঝে সৌহার্দ্যতা এবং যোগাযোগ বৃদ্ধি করে যা পরবর্তীতে বিভিন্ন সামাজিক প্রয়োজনে কাজে আসে।
যদিও গত কয়েক বছর ধরে কিছু সুনির্দিষ্ট কারনে ব্লগ ডে আনুষ্ঠানিকভাবে পালন করা সম্ভব হয়ে উঠেনি। কিন্তু এই বছর অনেক ব্লগার সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েছেন আগামী ২১শে ডিসেম্বর, শুক্রবার ব্লগ ডে উপলক্ষে একটি পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করার। এই উদ্যোগের সাথে অনেকেই জড়িত আছেন তবু যাদের নাম আলাদা করে না বললেই নয় তারা হলেন ব্লগার অগ্নি সারথি, ব্লগার নীলসাধু, সত্য পথিক সাইয়্যান, মোঃ মাইদুল সরকার, অপু দ্য গ্রেট সহ আরো অনেকেই। আমাদের পুরানো ব্লগারদের মধ্যে ব্লগার আমিনুর রহমান সহ আরো অনেকেই এই ব্যাপারে খোঁজ নিয়েছেন। সত্যি বলতে যে সাড়া পাচ্ছি তা বেশ অভাবনীয়। আমি বিশেষ করে উল্লেখ্য করতে চাই এমন একজন ব্লগারের কথা, যিনি পারিবারিক অতি গুরুত্বপূর্ন একটি অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন শুধুমাত্র ব্লগারদের সাথে দেখা করার জন্য। আমি এই ব্লগারকে সামনা সামনি পরিচয় করিয়ে দিবো।
যেহেতু আমাদের অনুষ্ঠানটি খুবই ইনফরমাল, অর্থাৎ কোন আলোচনা সভার মত গুরুগম্ভীর কিছু নয় তথাপি আমরা একটি ফরমেট অনুসরন করেই অনুষ্ঠানটি আয়োজন করতে চাই। অনুষ্ঠানটি শুরু হবে বেলা তিনটায়। যদিও অনেকেই অনুষ্ঠানসূচী ইতিমধ্যে পেয়েছেন, তাও সকলের সুবিধার্থে আমি কিছুটা বর্ণনা করছি। আমাদের অনুষ্ঠানের শুরুতেই থাকবে প্রাথমিক পরিচয়, তারপর ব্লগারদের অংশগ্রহনে বিভিন্ন মজার কার্যক্রম, ব্লগারদের নিয়ে কিছু সম্মিলিত সামাজিক কাজের উদ্যোগ এবং অতঃপর সামান্য কিছু বৈকালিক চা নাস্তা।
( উল্লেখ্যে, ব্লগারদের অংশগ্রহনে বিভিন্ন মজার কার্যক্রম মাঝে মাঝে বিপদের সৃষ্টি করে। যেমন, একবার আমাদের এক কবি ভাই কবিতা আবৃতির জন্য মাইক নিয়ে আর ছাড়ছেন না। স্বেচ্ছাসেবীরা পুরো হল দৌড়াদৌড়ি করে যখন উনাকে থামালো, ততক্ষনে উপস্থিত হলবাসী একটি ৮ ফর্মা বইয়ের ৩ ফর্মা সমান কবিতা ফ্রি শুনে বাকরুদ্ধ।
আবার একজন মজার অভিজ্ঞতা বলতে গিয়ে আমাদেরকে দারুন একটি ধাঁধা উপহার দিয়েছিলেন। ধাঁধাটি ছিলো - এইগল্পের 'মজা' কোথায় তা খুঁজে বের করতে হবে? যাইহোক, যিনি গল্প বলছিলেন, তিনিই বিজয়ী হয়েছিলেন। বাকি আমরা সবাই ব্যর্থ। )
যাইহোক, উপরের ইটালিক অংশটুকু ভুলে প্রকাশিত হয়ে গেছে। রসিকতাপূর্ন এই অংশটির নাম 'টু হুম ইট মে কনসার্ন' এবং শেষে একটা
চোখ টিপি
বলা বাহুল্য এখানে সবাই সপরিবারে আমন্ত্রিত। যে কেউ তাঁর স্বামী, স্ত্রী, বন্ধু, বান্ধবী নিয়ে যোগদান করতে পারেন।
ঠিকানাঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ।
যারা বাসে আসবেন, তারা শাহবাগ বা বাংলামোটরে নামবেন। শাহবাগ নামলে খানিকটা হেঁটে আজিজ সুপার মার্কেট পার হয়ে রিকশা নিতে হবে। আর যদি সাবেক শেরাটন বা বর্তমান ইন্টারকন্টিনালের সামনের পেট্রোল পাম্পে নামেন, তাহলে সর্বোচ্চ ১০ মিনিট হাটলেই আপনি পৌঁছে যাবেন। আর যদি বাংলামোটর নামেন তাহলে চাইলে হেটেও আসতে পারেন বা সরাসরি রিকশায় আসতে পারেন।
যদি উবারে আসেন, তাহলে ঠিকানাটি হচ্ছে সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ১/ই/১, মাজার গলি, পরীবাগ, ঢাকা
কাছাকাছি যা দেখে চিনবেন - পদ্মা ওয়েল অফিসের ঠিক বিপরীত গলিতে।
আপনি একটি ফোন নাম্বার রাখতে পারেন, যেখানে লোকেশন চেনা বা গেটটুগেদার সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে তা করতে পারেন।
০১৭১২১৯৮০১৯
বৈকালিক খাওয়া দাওয়াঃ
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরসবরাহকৃত।
এই পোষ্টে ২০১৮ এর দুটো গেট টুগেদার পোষ্টের তথ্য সংযুক্ত করা হলো।
ব্লগ ডে এবং গেট টুগেদার ২০১৮
সিলেট গেট টুগেদার ২০১৮!
গেট টুগেদার ২০১৮!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০