প্রিয় সহ ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে জানেন, রাজস্ব আদায়ের লক্ষ্য পুরন এবং দেশকে স্বয়ংসম্পূর্ন করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সবাইকে ভ্যাট প্রদানে উৎসাহিত করছেন। বলা হয়ে থাকে, ''সুখি স্বদেশ গড়তে ভাই, ভ্যাটের কোন বিকল্প নাই'' । দার্শনিক প্লেটো বলেছেন, ‘একজন বিবেকবান মানুষ সঠিকভাবে ভ্যাট দেন, বিবেকহীন মানুষ ভ্যাট প্রদান করেন না’। বর্তমান সময়ে ব্লগ এবং ব্লগার একটি আলোচিত ব্যাপার। সমাজের বিবেক হিসেবে ইতিমধ্যে ব্লগাররা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তথাপি অনেক ব্লগারই আছেন যারা এই বিষয়ে সচেতন নন- তাই সকল ব্লগারদের বিবেককে জাগ্রত করার ব্রত নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্লগারদের দারস্থ হয়েছেন। তারা আশা করেন ব্লগাররা নিজেরা ভ্যাট দিবেন এবং অন্যদেরকেও ভ্যাট দিতে উৎসাহ করবেন।
চলুন জেনে নিই, ব্লগারদের উপর আরোপিত ভ্যাট নীতিমালা সম্পর্কিত বিস্তারিত তথ্যঃ
১.
(ক) এখন থেকে ব্লগারদেরকে পোস্ট প্রতি একটি নির্দিষ্ট হারে ভ্যাট প্রদান করতে হবে। যদি কোন ব্লগারের পোস্ট ২৫০ বারের অধিক পঠিত হয় তাহলে তাহলে ২৫০ বারের উপর যে কয়বার পঠিত হয়েছে তার উপর শতকরা ৭.৫% হারে ভ্যাট প্রদান করতে হবে। যদি কোন পোস্ট ৪৫০ বারের অধিক কিন্তু ৫৫০ বারের কম পঠিত হয় তাহলে ২৫০ থেকে ৪৫০ বার পর্যন্ত ৬.৫% হারে এবং ৪৫০ থেকে ৫৫০ বার পর্যন্ত ৬.০% হারে ভ্যাট প্রদান করতে হবে। যদি কারো পোস্ট ৮০০- ১০০০ বার পঠিত হয়, তাহলে উদীয়মান ব্লগার হিসেবে স্বীকৃতি ও উৎসাহ দিতে তাকে ৫% হারে ভ্যাট প্রদান করতে হবে। এছাড়া ১০০০ বারের অধিক পঠিক মানসম্মত সকল পোস্ট ভ্যাটের আওতামুক্ত থাকবেন।
(খ) যে সকল ব্লগ পোস্ট ৫০টির অধিক স্বতন্ত্র মন্তব্য পাবে, তাদেরকে ভ্যাট মওকুফ করা হবে। তবে যে সকল পোস্টে মন্তব্য খরা দেখা যাবে, তাদেরকে পোস্ট প্রতি ৮% হারে ভ্যাট প্রদান করতে হবে। কেউ যদি কোন মন্তব্যই না পান, তাহলে তাকে ১০% হারে ক্ষতিপূরন এবং ক্ষতির উপর সম্পুরক কর প্রদান করতে হবে।
২.
(ক) কবিতা পোস্টের উপর সর্বোচ্চ ২০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে। একই দিনে যারা একাধিক কবিতা প্রকাশ করবেন, তাদেরকে ৩০% হারে ভ্যাট প্রদান করতে হবে।
(খ) এক ব্লগ বছরে প্রকাশিত একজন ব্লগারের সকল কবিতার উপর আলাদা করে ১০% ভ্যাট সংযোজন করা হবে।
৩.
(ক) গল্প পোস্টের উপর ৮% হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
(খ) অনুগল্পের উপর ৫% হারে ভ্যাট আরোপ করা হয়েছে
(গ) ধারাবাহিক গল্পের উপর ১২% ভ্যাট আরোপ করা হয়েছে।
(ঘ) একই দিনে প্রকাশিত ধারাবাহিক গল্পের একাধিক পর্বের উপর ১৫% ভ্যাট আরোপ করা হয়েছে।
৪.
(ক) ভ্রমন/ ছবিব্লগ/ ইতিহাস শ্রেনীর পোস্টকে শিক্ষামূলক পোস্ট হিসেবে চিহ্নিত করে স্বতন্ত্র ভ্যাট আরোপ করা হয় নি। তবে পঠিত ও প্রাপ্ত কমেন্ট সংখ্যার ভিত্তিতে ঐ সকল পোস্ট সমুহে ব্লগ ভ্যাট নীতিমালার ১(ক) ধারা অনুসরণ করা হবে।
(খ) গঠনমূলক রাজনৈতিক পোস্টে ১০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
(গ) প্রতিহিংসা ও কট্টরপন্থী রাজনৈতিক পোস্টে ১৮% ভ্যাট আরোপ করা হয়েছে।
(ঘ), বিশ্লেষনমূলক, সমালোচনা, আলোচনা, প্রবন্ধ, রিভিউ ইত্যাদি পোস্টে ৭% হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
৫.
(ক) যে কোন প্রকার কপিপেষ্ট পোস্টে ২০০% ভ্যাট আরোপ করা হয়েছে।
(খ) যে কোন ধরনের অনুমোদনবিহীণ বিজ্ঞাপনমূলক পোস্টে সর্বোচ্চ ৪০০% পর্যন্ত ভ্যাট আরোপ করা হয়েছে।
(গ) যে কোন প্রকার কট্টরপন্থী আদর্শ (ধর্ম বিশ্বাসীদের অথবা অবিশ্বাসী) এর উপর ১০০% ভ্যাট আরোপ করা হয়েছে।
(ঘ) ভুল বানান ও অর্থহীন পোস্টের উপর ৫০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
ভ্যাট মওকুফ
যে সকল ব্লগার ব্লগ নীতিমালা অনুসরন করে ব্লগিং করবেন এবং সুষ্ঠ ব্লগীয় পরিবেশ বজায় রাখতে ভুমিকা রাখবে, অন্যদের পোস্টে মন্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নিবেন, নতুন ব্লগারদেরকে উৎসাহ দিবেন তাদেরকে বিশেষ বিবেচনায় ব্লগ ভ্যাট মওকুফের জন্য যোগ্য বিবেচনা করা হবে।
মনে রাখবেন, ভ্যাট অধ্যাদেশের ২০৩১ এর ধারা ৪২(০) এর আওতায় ব্লগ ভ্যাট নির্ধারণের এই বিধানটি প্রণয়ন করা হয়েছে। যে ব্লগ বছরে আপনি নিবন্ধন সম্পন্ন হবে, সেই বছরের ১লা জুলাই তারিখের পর থেকে যে কোন সময় সংপ্তি পদ্ধতিতে ব্লগাররা পরিশোধযোগ্য ভ্যাট পরিশোধ করিবেন।
সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
আপনাদের ভ্যাট ও ব্লগ জীবন সুখের হোক।
এই ভিডিওটি দেখতে পোস্টটি অন্যদের সাথে শেয়ার করুন এবং যতবার খুশি ক্লিক করুন ($২)
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১