প্রিয় মডারেটর,
প্রথমেই শুভেচ্ছা নিন। সামহয়্যারইন ব্লগে আমার লেখার বয়স খুব বেশি নয়। টেনেটুনে বড় জোর ২/২.৫ মাস হবে। এর মধ্যেই আমি নিরাপদ ব্লগার হিসেবে তালিকাভুক্ত হয়েছি। তার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি একজন সাধারন মানের ব্লগার। একজন সাধারন ব্লগার হিসেবে আমার প্রধান আকর্ষন অন্যান ব্লগাদের লেখা পড়া এবং তাতে ছোটখাট দু'একটা কমেন্ট করা। বিভিন্ন সময়ে দেখে এসেছি, সামাজিক, রাজনৈতিক এবং সর্বোপরি জাতীয় নানা ইস্যুতে এই ব্লগের ব্লগাররা সমালোচনা, প্রতিবাদ কিংবা সহমত প্রকাশের মাধ্যমে জোরালো ভূমিকা পালন করছেন। অনেক ভালো কবিতা, ছোটগল্প ইত্যাদিও এই ব্লগে প্রকাশিত হয়।
সামুতে রেজিস্ট্রেশন করার পূর্বে আমি আরো দু'একটি ব্লগে কিছুদিন ঘুরাঘুরি করেছি। কিন্তু সেই দু'একটি ব্লগে ব্লগারদের ভাবসাবই অন্যরকম। বিশেষ করে 'স' অদ্যাক্ষরের একটি ব্লগে গিয়ে দেখলাম, সেইখানে সব মহা কাবিল মানুষদের আড্ডা। তাঁদের মনোভাব দেখে মনে হয় জগত সংসারে তাদের চেয়ে বেশি জ্ঞানী আর কেউ নেই। তারা যা বলেন, সেটাই নিপাতনে সিদ্ধ। তাদের কথাবার্তা শুনে নিজেকে পানি আর তাদেরকে তেল বলে মনে হয়। ফলে বিজ্ঞানের অমোঘ নিয়ম মেনে পানি আর তেল আলাদা হল। তবে এটা অনস্বীকার্য, সেই ব্লগটিতে সত্যিকারের অনেক ভালো ব্লগার আছেন। যাদের লেখা মান নিয়ে প্রশ্নতোলাটা বাল্যখিলতা।
প্রিয় মডারেট, সম্প্রতি সামহয়্যারইন ব্লগের নতুন ভার্সনের প্রিভিউ রিলিজ হয়েছে এবং তা ব্যবহারের জন্য উন্মুক্ত। পাঠক বা ব্লগারদের অনেক অনুরোধ এই নতুন ভার্সনের আপনারা রেখেছেন। তারজন্য আপনাকে বা সামহয়্যারইন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমি আরো কিছু সুনির্দিষ্ট বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি যেমনঃ
সংকলিত পোষ্টঃ
নিয়ম অনুযায়ী, যারা সেফ হন তাদের পোষ্ট সরাসরি প্রথম পাতায় প্রকাশিত হয়। ভালো কথা। কিন্তু অনেক ভালো ভালো পোষ্ট, তথ্যবহুল পোষ্ট কিছু সাধারন পোষ্টের ভীড়ে দ্রুতই হারিয়ে যায়। উদহারনস্বরুপ,
ব্লগার আজমান আন্দালিব এর একটি চমৎকার পোষ্ট প্রকাশ হতে না হতেই হারিয়ে যায়। ঠিক আছে ধরে নিলাম সেই একই সময়ে বেশ ভালো ভালো লেখা প্রকাশিত হয়েছে। তাই এই লেখাটি সিরিয়ালে পিছিয়ে পড়েছে। এমনটা হলে কিন্তু কোন সমস্যাই নেই বরং আমাদের জন্য তা ভালো। প্রতিযোগীতামূলক ভাবে ভালো লেখা প্রকাশিত হলে সেটা আমাদের জন্য হবে উৎসাহমূলক বা অনুপ্রেরনারমূলক। কিন্তু পোষ্টগুলো যদি হয় প্রথম পাতায় স্থান না পাবার উপযোগী হয় তাহলে কেমন লাগবে? ধরে নিন পোষ্টগুলো এই রকম, 'ফেসবুক একাউন্ট কিভাবে হ্যাক করব?', ' গার্লফ্রেন্ড নিয়া কই ঘুরতে যামু,' কিংবা অমুক জিনিস কই পামু, তমুক জিনিস কেমনে পামু, ঢাকা শহরের এই চিপা থেকে ঐ চিপাতে কেমনে যামু?' ইত্যাদি। কেমন লাগবে আপনার? যারা এই ধরনের পোষ্ট দেন, তারা দয়া করে আমার কথায় মনে কষ্ট নিবেন না। আমি জানি সবাই তাদের মনের ভাব প্রকাশ করার জন্যই এই খানে এসেছেন। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, ব্লগ আর ফেসবুক স্ট্যাটাস এক নয়। এই ধরনের স্ট্যাটাস টাইপের ব্লগ পোষ্টের কারনে আপনি আমি প্রয়োজনীয় বা ভালো পোষ্ট থেকে বঞ্ছিত হচ্ছি।
এই ক্ষেত্রে আমার মনে হয় নতুন একটি বিভাগ খোলা যেতে পারে 'জিজ্ঞাসা বা অনুসন্ধান' নামে। যেখানে সবাই জিজ্ঞাসা বা অনুসন্ধান সংক্রান্ত পোষ্টগুলোই দিবে।
মডারেশন স্ট্যাটাস
নতুন কোন ব্লগার রেজিস্ট্রেশন করার পর বলা হয়, এক সাপ্তাহ তাকে পর্যবেক্ষনে রাখা হবে। তারপর তাকে জেনারেল / সেফ করা হবে। কিন্তু এখন পর্যন্ত এক সাপ্তাহ এর মধ্যে কেউ জেনারেল / সেফ হয়েছেন কিনা জানা নেই। তাই আমি এই বিষয়েও একটা সুনির্দিষ্ট নীতিমালা চাই।
সেফ হোক বা জেনারেল কিংবা একদম নতুনই হোক, যারা ভালো মান সম্মত পোষ্ট দিবে তাদের পোষ্টগুলো মডারেশন সাপেক্ষে প্রথম পাতায় দেয়া হোক। এতে প্রথম পাতায় প্রকাশিত লেখার মানগুলো আরো বৃদ্ধি পাবে।
নতুন কিছু ফিচার
আমার মনে হয় সময় এসেছে সামুতে নতুন কিছু ফিচার সংযুক্তি করার। যেমন, ছবি সংযুক্ত করার প্রক্রিয়াকে আরো সহজ করা যায় কিনা সেটাও দেখা দরকার। হার্ডডিস্ক থেকে ফাইল সরাসরি আপলোড করার ব্যবস্থা থাকা উচিত।
এরপর আসা যাক, কোন ব্লগার যদি কোন ব্লগারের সাথে ইমেইলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তার জন্য কোন উপায় কি সামুতে আছে? আমারা জানা মতে নেই। সেই ক্ষেত্রে সবার সামনে আমার ব্যাক্তিগত ইমেইল এ্যাড্রেস হয় তাকে দিতে হবে অথবা তারটা আমাকে নিতে হবে। এতে কি কারো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুনিশ্চিত হয়? হয় না।
এই প্রসঙ্গে একটা চমৎকার পোষ্ট লিখেছেন ব্লগার ~মাইনাচ~ পোষ্টটি দেখা অনুরোধ রইল।
প্রিয় মডারেটর, আশা করি আপনি সবার মতমতের ভিত্তিতে এই প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮