অবিবাহিত বলগ-বাসি দের জন্য বিবাহের হাদিস
২৩ শে মে, ২০০৮ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার সোয়ামি' আমারে গত পৌনে তিন বছর ধইরা ঘুরাইতেসে।
কিছুতেই কবুল বলতে চায় না।
আমি ছাগলের-খামি দিয়া আললাহরে বললাম, "ব্যাবসথা করেন।"
কূন ফাইয়াকুন। হৈয়া গেল।
তার কবুল কওয়ার হাদিস হৈল,
" ইউ ক্যান লিভ রেসট অফ ইউর লাইফ উইথাউট সেক্স; বাট ইউ ক্যান নট লিভ উইথাউট ,খিচুড়ি,ইলিশ মাছ, এনড ম্যাশড এগ পেলানট( বেগুন ভরতা)""!!
এনি কমেনটস ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৮
সাইকেল চালানো বাংলাদেশ সহ যেকোনও দেশের অর্থব্যবস্থার জন্য ক্ষতিকারক।
এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে
সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ।
কারণ -
■ সে গাড়ি কেনে না।
■ সে লোন নেয়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শাহ আজিজ, ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫০
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (২০ জানুয়ারি) এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।...
...বাকিটুকু পড়ুন বৃষ্টি এলে মেঘ বালিকা ভিজতে থাক তুমি
জ্বর না উঠে সেই দিকেতে খানিক খেয়াল রাখ
আকাশ তলে নদীর জলে আনন্দ ঢেউ খেলে
তারাও ভিজে তোমার মত সুখের ভেলায় ভেসে।
প্রসারিত দু’হাত দিয়ে...
...বাকিটুকু পড়ুন ভালোবাসায় কৃপণ হতে যেয়ো না তুমি
তোমার জন্য জীবন হোক স্বপ্নীল
তুমি হও আমার নীল সমুদ্দুরের এলবেট্রস
ভুলগুলো ভালোবেসে করে দাও ফুল
ভালোবাসো আমায় নিশিদিন, হরদম।
তোমার জন্য একটি উদাস দুপুর অপেক্ষায়
আমায় নিয়ে বসো কোথাও
বসন্ত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জেনারেশন৭১, ২১ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৯
গতকাল ট্রাম্পের শপথের অনুষ্ঠানে ২ লাখ মানুষকে আমন্ত্রণ করে টিকিট দেয়া হয়েছিলো; প্রচন্ড শীতের কারণে বাহিরে শপথ নেয়া সম্ভব হয়নি। পার্লামেন্ট ভবনের ভেতরে শপথ হয়েছিলো, সেখানে প্রাক্তন প্রেসিডেন্টগণ, বিচারপতিরা,...
...বাকিটুকু পড়ুন