প্রতি বছর যে কোন একটি ঈদ এলে আমার কিছু চিন্তা মাথায় বাড়াবাড়ি রকম ভাবে দেখা দেয় যা আমাকে ধর্ম, রাজনীতি ও সমাজ নিয়ে দ্বিতীয়বার ভাবায় আর আমার পরিচিত জনদের আরেকবার ভাবিয়ে তোলে আমি আসলেই কতটা পাগল!
আজ 10ই জানুয়ারি 2006-এর রাতে এই কথাগুলো যখন লিখছি , তখন কাল 11ই জানুয়ারি 2006 ঈদ-উল আজহা-র প্রস্তুতি চলছে। আমরা আগামিকাল ত্যাগ স্বীকার করতে যাচ্ছি কোরবানি পালনের মাধ্যমে। ভাগ্যিস আল্লাহ কোরবানি ফরয করেন নাই, নয়ত যে লোকটি রশি ধরে আজ আমার ঘরে গরু পৌছে দিল, তার এই ফরয আদায় করা কঠিন হয়ে যেত আসলেই। আমাদের ঈদ-উল আজহা, ঈদ-উল ফিতর এর চাইতে বেশি খুশির দিন বলে মনে হয়, আমার কাছে। গরু কেনা, দেখানো ও গোশত বিতরণের ত্যাগের মহিমার সাথে যোগ হয অনাবিল আনন্দ। এই সমাজে মনে হয় একটি ঈদ-ই যথেষ্ঠ ছিল। একই সাথে ত্যাগ আর আনন্দ, কি চাই আর? কারণ 30 দিন রোযা রেখে সব পাপ থেকে মুক্তি মেলার আনন্দে আমরা কয়জনই-বা সফল? তাও রোযা ফরয আর ঐ ঈদ-উল ফিতর এর খুশির দিনে মানুষ টানে মানুষকে--- কেন? ওরা রোযা রাখতে পারে না তাই পাপ-এর মাপ নাই বল্ঐে খুশির দিনেও মানুষ টেনে শাস্তি ভোগ করতে হয় তাদের, তাই নয় কি ?
প্রশংসনীয় এই সাইটটিতে লেখা আমার প্রখম ্ল চাপাবাজি-র সম্মানিত পাঠকগণ কিছু বলবেন কি? সত্যিকারের ঈদ-এর দেখা কবে মিলবে এই সমাজের?