যথেষ্ট হয়েছে, enough is enough ... আমরা বিশাল ব্লগীয় বিপ্লব ঘটিয়ে ফেলেছি। হাজার হাজার বার পোস্টটি পড়েছি, জ্ঞানগর্ভ সব মন্তব্য করেছি ... ব্লগীয় আন্দোলনের স্লোগানে অন্তর্জালের দুনিয়া প্রকম্পিত করেছি। আর কি চাই ?
আর আমরা, বিবেকবান ব্লগাররা, আসুন, আসুন .... চলুন এর প্রতিবাদ করে কী-বোর্ডে ঝড় তুলে চমৎকার অগ্নিঝরা সব মন্তব্য লিখতে ঝাঁপিয়ে পড়ি। এবং, তুমুল কিছু করে ফেলেছি, এই আনন্দে আমার মতো ব্লগাতে থাকি। অনেক অনেক হিট হবে, কত-শত বাহারী মন্তব্য, বিশ্লেষণ .... আহ্, এত পাওয়া রাখি কোথায় ?! কোন কোন রেকর্ড ভাঙল তা নিয়েও কেউ কেউ পোস্ট দিবেন। তবে কোন কোন বিজ্ঞজন আবার দ্বিমত করবেন ... প্রশ্ন তুলবেন ...
কি ব্যাপার, হিরো হবার শখ হয়েছে নাকি ?
ঢাকা শহরের নারী নির্যাতন কি সব আপনার সামনেই ঘটে ?
শুধু নারী বিষয়ক ব্যাপারেই কি লাফিয়ে নামেন ?
বুঝতে পারছি, আপনার আরো কিছু হিট দরকার।
ব্যাটা বেকুব, দেশ উদ্ধারে নামছে। পুরান পাগল ভাত পায় না, নতুন।
উপরে উদ্ধৃত সব কিছুই স্টিকি পোস্টের লেখকের নিজের বক্তব্য তাও স্টিকি পোস্টেই করেছেন। তিনি সারকাজম করেছেন, আমি উল্টা সারকাজম করতে চাই। অাপনার স্বগোক্তি তো আসলেই সত্য। পনের দিন হয়েছে। একটা তদন্ত কমিটি হয়েছে, কি হয় নাই। বহুত হম্বি তম্বি করেছেন। ফলাফল শুন্য। আবার কেউ যাতে ভিন্ন কিছু বলতে না পারে উল্টা সব কিছু আপনি নিজেই বলে রেখেছেন। কুরঅানে যেমন নাস্তিকেরা কী কী করতে পারে তা আগাম বলে রাখা হয়েছে। যাতে কোন নাস্তিক কিছু বললেই বলা যায় এগুলো তো আগেই বলে রেখেছি। আপনি আসলে ঠিক সেই ট্রিকই প্রয়োগ করেছেন।
আপনার পোস্ট আসলে এখন হতাশা ছড়াতে শুরু করেছে। ব্লগ সম্পর্কে একটা ইতিবাচক ধারনা সবাই রাখত। এখন বুঝতে পারছে ব্লগ থেকে কিছুই করা যাচ্ছে না। আসলেই করা যাচ্ছে না, নাকি এই ব্যর্থতার কতটা আপনার উপরে যাচ্ছে ভেবে দেখা যেতে পারে। আপনার ব্যর্থতা ব্লগকে ব্যর্থ করে দেবে এটা ভাবা যায় না। ব্লগ সম্পর্কে ইতিবাচক ভাব ধরে রাখার জন্য হলেও নিষ্ফল এই স্টিকি পোস্ট আর দরকার নেই। এটা প্রয়োজন ফুরিয়েছে বলা যায় এখন।