মাল্টিনিক আছে কাদের? হাসান মাহবুব, অন্যমনস্ক শরৎ, আইরিন সুলতানা, অাসিফ মহিউদ্দিন, লালসালু, মৌ-মাছি, ইশতিয়াক অাহমেদ চয়ন, মুকুট বিহীন সম্রাট, ফিউশন ফাইভ, আরো অনেক। ব্লগবাসির কতজনের মাল্টিনিক! আমার ধারণা প্রায় ৯৯% জনের। কারো একাধিক একাউন্টে, কারো এক একাউন্টে মাল্টি নিক। আসুন দেখি মাল্টিনিক কত প্রকার ও কী কী?
১. মহান অাল্লাহতায়ালার নিকের সীমা নাই। কেউ বলে ৯৯ টা কেউ বলে ১০৬/৭ টা, কেউ বা আরো বেশী। তার সব নিক যে ব্যাকঅাপ তাও নয়। আবার সব নিক যে একই রকম ভুমিকা রাখে তাও নয়। রাহমানের ব্যাকঅাপ হিসাবে রহীম ধরা যায়, কিন্তু এমন নিক আছে যেগুলা পরস্পর বিরোধী। যেমন তিনি সৃষ্টিকারী, আবার তিনি ধ্বংসকারীও। তিনি যেমন দয়ালু তেমনি কঠিন শাস্তিদাতাও। ব্লগাররা নিসন্দেহে মাল্টিনিকের ধারণা অাল্লাহর কাছে পেয়েছে। শুধু আল্লাহ নয়, হিন্দু ধর্মের দেবতাদেরও মাল্টিনিক আছে, মহাদেব, শিব ও বিষ্ণু একই জনের বিভিন্ন নিক, বিভিন্ন চরিত্র। মর্তধামে আমাদের নবীর নিকও অনেক। আহম্মাদ, মুহাম্মদ, অালঅামিন, হতে শুরু করে কত গোনাগুনতি নেই।
২. কবিসাহিত্যিকদের একাধিক নিকের কথা কে না জানে। রবীন্দ্রনাথের আরেকটি নিক হল ভানুসিংহ। সুনীল গাংগুলির একাধিক নিক রয়েছে নীলু, ও নীল লোহিত নামে। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের আরেকটি নিক হল বনফুল। এরকম আরো রয়েছে। নজরুলের নিক সম্ভবত বুলবুল। বিজ্ঞানীদের মধ্যেও একাধিক নিকের লোক রয়েছে অগণিত। একটা ছোট উদাহরণ হল টি-টেস্টের অথার তার নিক নিয়েছিলেন স্টুডেন্ট।
৩. হাসান মাহবুব নামটাই একটা মাল্টিনিক। হাসান মানে সুন্দর, মাহবুব মানে বন্ধু। কাজেই এটা মাল্টি নিক। নিসন্দেহে উনার আরো একাধিক হিসাবেও নিক রয়েছে, যেমন লিটল হামা। কাজেই যাদের নাম একাধিক শব্দের এদের প্রত্যেকেরই মাল্টিনিক রয়েছে বাস্তবে এবং ব্লগে। হাসান মাহবুবকে একটু ক্ষেপানোর চেষ্টা করলাম, তার সাথে একটু টক্কর আছে বলে, তবে না ক্ষেপলেই খুশীই হব, পরিণত হওয়া দেখে! এটা শুধু একটা উদাহরণ।

৪. একাধিক একাউন্টে একাধিক নিক তাও আবার ভিন্ন চরিত্রে। সেরকম উদাহরণ বোধহয় প্রজন্ম৮৬। শুনতে পাচ্ছি তিনি রাকাই নামে বেশ ল্যাং মেরে খেলে থাকেন। ভুল হলে প্রজন্ম মাফ করে দিয়েন। ব্লগার হিসাবে সবচেয়ে বেশী নিক আমার জানামতে রয়েছে লালসালুর। তিনি নিজে মন্তব্য করে জানিয়েছিলেন ৪৫টি নিকের কথা।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৩