উপরের কথাগুলো বিএনপি সমর্থকদের। ব্লগের উদাহরণ হল এই লিংকে প্রজন্ম৮৬ এর মন্তব্য ৩ এর জবাব ! বাস্তবে ও ফেসবুকেও কিছু বিএনপি নেতা সমর্থকদের জিজ্ঞেস করলাম, যাদের মধ্যে আম সমর্থক ছাড়াও সাকাচৌ বলয়ের রয়েছে, আবার ঢাকাস্থ একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। অাওয়ামী সমর্থকদের হলে তাজ্জব হওয়ার কিছু নেই। সেটাই খানিকটা স্বাভাবিক। কিন্তু বিএনপি সমর্থকরাও এটা বলবে, অনেকে কস্মিন কালেও ভাবতে চাইবেন না।
অাওয়ামীরা বরং বলা যায় নুন খেয়ে খানিকটা গুন গায়, এক্ষেত্রে অবশ্যই ভারতের গুন গাওয়ার কথাই বলছি। বিএনপি এটা কি করছে ভন্ডামী নাকি মোনাফেকী। ভারত বিরোধীতায় শ্লোগানে বিএনপি সব সময় সরব থাকে। বিএনপি অাওয়ামীদের দিয়ে দেশ বিক্রীও করায়, এবার কি সত্যি সত্যি তিতাসও বিক্রি করাচ্ছে? গঙ্গার পানি চুক্তির কথা ভুলে যায়, তিস্তা নিয়ে কিছু করে না, টিপাই মুখ নিয়ে মনোমহনের চিঠিতে নির্বাচন জয়ে সাহায্য পাওয়ার আশ্বাস পেয়ে চুপ মারে, তিতাস প্রশ্নেও সেই একই! দেশের স্বার্থের চেয়ে ভোটে জিতে লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়াই বিএনপির উদ্দেশ্য!
পিএস: নীচে প্রজন্মের রিএ্যাকশনে মজাই পাইলাম। নিজের ভুল বা দুর্বলতা কেউ স্বীকার করতে চায় না, তাৎক্ষনিকভাবেই যে দেখায় তার মান নিয়ে প্রশ্ন করার ব্যর্থ চেষ্টা করে, আখেরে লাভ কিছু হয় না জেনেও।