২০১৭ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছে যে ৩ জন বৈজ্ঞানিক যাদের একজন হলও ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলোজি এর পদার্থ বিজ্ঞানী কিপ থর্ন। প্রবাদে আছে যে রাঁধে সে খোপাও বাঁধে । অনেকেই হয়ত জানেন না যে হলিউডের ব্লকবাস্টার সাইন্স ফিকশন মুভি ইন্টাস্টেলার এর লেখকও পদার্থ বিজ্ঞানী কিপ থর্ন। এই ছবি বানানো নিয়েও একটা মজার গল্প আছে তা অন্য দিন লিখবো। ২০১৭ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার পাওয়ার কারণ হলও আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন মহাকর্ষীয় তরঙ্গ (Gravitational waves) এর অস্তিত্ব এর কথা বলেছিল তার অস্তিত্ব প্রমাণ করেছে লাইগো নামক এক যন্ত্রের মাধ্যমে। দুইটা ব্ল্যাক-হোল একত্রিত হওয়ার ফলে এই মহাকর্ষীয় তরঙ্গ নির্গত হয়েছিল প্রায় বিলিয়ন বছর পূর্বে যা লাইগো নামক যন্ত্রে ধরা পড়ে ২০১৫ সালে। এই যন্ত্রটা বানানোর অন্যতম কারিগর হলও পদার্থ বিজ্ঞানী কিপ থর্ন। প্রয়াত বৈজ্ঞানিক স্টিফেন হকিং তার পুরো জীবনই কাটিয়েছেন ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করে। স্টিফেন হকিং ও কিপ থর্ন দুইজনই যেহেতু ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেন তাই দুজনের মাঝে ভালো বন্ধুত্বও ছিলও। আমরা যেমন ব্রাজিল-আর্জেন্টিনা, রিয়েল মাদ্রিদ- বার্সেলোনার খেলা নিয়া বাজি ধরি ঠিক তেমনি স্টিফেন হকিং বাজি ধরেছিল যে কিপ থর্ন গত ৩০ বছর ধরে যে যন্ত্র বানাচ্ছে আইনস্টাইন মহাকর্ষীয় তরঙ্গ (Gravitational waves) এর অস্তিত্ব প্রমাণ করার জন্য তা প্রাকটিকালি কোনদিনও প্রমাণ করা সম্ভব হবে না।
ছবিতে দেখা যাচ্ছে স্টিফেন হকিং, কিপ থর্ন (মধ্যের জন) ও জন প্রেস্কিল গভীর আলোচনারত।
ভাগ্যের কি নির্মম পরিহাস স্টিফেন হকিং এর জিবদ্দশায় ২০১৫ সালে লাইগো নামক ডিটেক্টরে মহাকর্ষীয় তরঙ্গ (Gravitational waves) এর অস্তিত্ব ধরা পরে ও বৈজ্ঞানিক স্টিফেন হকিং বাজিতে হেরে বৈজ্ঞানিক কিপ থর্নকে বাজির ১০০ ডলার প্রদান করেন। মহাকর্ষীয় তরঙ্গ (Gravitational waves) এর অস্তিত্ব প্রমাণ করার দুই বছর পরে ২০১৭ সালে কিপ থর্ন অন্য দুইজন বৈজ্ঞানিক সহ নোবেল পুরষ্কারে ভূষিত হন যে পুরষ্কার প্রদান করা হয় ২ মাস পূর্বে। এ সপ্তাহে বৈজ্ঞানিক স্টিফেন হকিং মারা যান ৭৬ বছর বয়সে।
স্টিফেন হকিং এর অসুস্থ হওয়ার পূর্বের ছবিতে দেখা যায় প্রচণ্ড প্রাণ-চাঞ্চল্য পূর্ণ মানুষ ছিলেন। বৈজ্ঞানিক মহলেও তার রসবোধ নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। সেগুলো পরবর্তীতে আলোচনা করার ইচ্ছা রইলো।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫১