প্যারিসে সন্ত্রাসী হামলার পর গত শুক্রবার ওন্টেরিও প্রদেশের পেট্রোব্রোতে অবস্থিত একমাত্র মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঐ মসজিদ মেরামতের জন্য একটা ফান্ড রাইজিং ইভেন্ট খোলা হয়েছে। সম্ভব্য মেরামত খরচ ধরা হয়েছে ১ লাখ ৭ হাজার ডলার। ইভেন্ট Community Support for Peterborough's Only Mosque খোলার ২৭ ঘণ্টার মধ্যে ১ লাখ ১০ হাজার ডলার (প্রায় ৭০ লাখ টাকা) সংগৃহীত হয়েছে। এবারও খৃষ্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ নির্বিশেষে সকলে এগিয়ে এসেছে এই মসজিদ পুনর্নির্মাণে। উপরোক্ত লিন্কে গেলে দেখতে পাবেন কোন মানুষ কট টাকা দান করেছেন মসজিদ মেরামতের জন্য।
এলাকার খৃষ্টান, ইহুদি ও অন্যান্য ধর্মীয় নেতারা নিজেদের প্রার্থনা স্থানে নামাজ পড়ার জন্য আহবান জানিয়েছেন মসজিদ মেরামতের পূর্ব পর্যন্ত। আগুন দেওয়ার পর ওয়াক্ত নামাজ পড়া হয়েছে পার্কিং লটে।
According to The Canadian Press "Al-Salaam is the only mosque for about 1,000 Muslims who live in the area. About 50 families regularly attend services, as many as 300 on Fridays.
Christian and Jewish leaders, as well as community groups, immediately offered to open their facilities for prayers. Congregants will likely pray in a United Church on Friday, said Abdella."
গত বছর কানাডার সংসদ ভবনে একই রকম সন্ত্রাসী হামলার পরে আলবার্ট্রা প্রদেশের একটা মসজিদের জানালার কাচ ভেঙ্গে ফেলা হয়েছিল। সকাল বেলায় কমিউনিটির খৃষ্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ নির্বিশেষে সকলে এগিয়ে এসে ঐ মসজিদ মেরামতে লেগে যায়। ১ সপ্তাহের মধ্যে মসজিদ পূর্বের অবস্থায় ফিরে যায়।
ধর্মীয় সহিষ্ণুতার অপুর্ব উদাহারণ দেখতে পাওয়া যায় কানাডার সমাজে। বর্নবাদের প্রতি রাষ্ট্রীয় ভাবে দেখানো হয় জিরো টলারেন্স।
Canada named world's most tolerant country
আমেরিকার ৫০ টি অঙ্গ রাজ্যের মধ্যে ৩০ টি সিরিয়ার শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, সেখানে কানাডার নোভা স্কশিয়া রাজ্যের অধিবাসীরা স্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে সিরিয়ার শরণার্থীদের সাহায্য করতে। নোভা স্কশিয়া রাজ্য সরকারের হট লাইন ২১১ এ ফোন করে নিজেদের নাম তালিকাভুক্ত করতেছে শরণার্থীদের সাহায্য করার জন্য।
Mike Myette, executive director of 211 says "It's everything you can imagine, from offers of housing to a myriad of household goods, dishes, duvets, you name it in terms of household goods,"
Myette says companies are also offering services, such as cleaning, to support refugees once they arrive.
He says there are also offers of financial assistance and volunteer time.
"They're like, 'I'll volunteer in any way I can,'"
Syrian refugees: Nova Scotia 211 line swamped with calls offering help
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯