সোহানুর রহমান (শিমন), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র। রোল-১২৩০৫৫।
ব্যাংকের শিক্ষা লোন এর টাকায় দুই বছর খুব ভালোভাবেই পড়াশোনার খরচ চলছিল। ক্যাম্পাস লাইফের এমন সোনালী দিনগুলোতে হঠাৎ করেই অসুরের মত হানা দিল। গত ৫ এপ্রিল ২০১৫ তারিখে রাজশাহী মেডিক্যাল কলেজে কিডনি টেস্ট করতে গিয়ে ধরা পরে, তার দুইটা কিডনি অকেজো! !
ডাক্তার অতি দ্রুত তাকে সেদিনই ডায়ালাইসিস করাতে বলে। ৪৮ ঘন্টার ডায়ালাইসিসে তাকে ৫০ টা স্যালাইন এবং ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়। যেখানে একজন সাধারন মানুষের শরীরে ক্রিয়েটিনিনের পরিমান 0.6 - 1.4 mg/dl সেখানে দেখা যায় তার শরীরে এই পরিমান 12.5 mg/dl , খুব বেশী অস্বাভাবিক পর্যায়ের। ডাক্তার বলে দিয়েছেন অতি দ্রুত তার দুইটা কিডনিই ট্রান্সপ্লান্ট করতে হবে। সিঙ্গাপুর নিয়ে গেলে খরচ পড়ে ৬০-৭০ লক্ষ টাকা। দরিদ্র পিতা-মাতার মাথায় এ যেন বাজ পড়লো। গ্রামে বাবার ক্ষুদ্র এক কাপড়ের দোকান আছে। যে ছেলে পড়াশুনা করত শিক্ষা লোন নিয়ে তার ফ্যামিলির পক্ষে কি এত টাকা ম্যানেজ করা সম্ভব?
অসহায় মা,নিজের কিডনিই দিয়ে দিতে চেয়েছিল তার ছেলেকে। কিন্তু ব্লাড প্রেসার থাকায় তার মায়ের কিডনি নেওয়া যাবেনা, ডাক্তার বলে দিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই চিকিৎসা প্রায় ২৫ লক্ষ টাকায় সম্ভব।তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,ভারতেই তাকে চিকিৎসা করানো হবে। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা ম্যানেজ করা একেবারেই অসম্ভব। তাহলে কি শিমন এই জগৎ ছেড়ে চলে যাবে শুধুমাত্র কিছু টাকার অভাবে?
না, তা হতে দেওয়া যায় না। শিমন বাঁচবে- তার মৃত্যু মানে মানবতার মৃত্যু।
একজনের পক্ষে এত টাকা দেওয়া অসম্ভব ঠিকই কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে অনায়াসেই এই টাকা উঠিয়ে ফেলতে পারি।
শিমনের জন্য আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ নাম্বারঃ (সবগুলো পার্সোনাল নাম্বার)
01767-853839,
01797-273885,
01836-353911,
01716-187602
ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং- 01938-4656345
(বিকাশ এবং মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠানোর পর অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে নিবেন সবাই)।
প্রবাসী ভাই বোনদের জন্যে আমাদের পেপাল অ্যাকাউন্টঃ [email protected]
যারা পাঠাবেন তাঁরা অবশ্যই সাবজেক্টে এইটা লিখবেন " Donation for Shimon"
ব্যাংক একাউন্টঃ
Account name: MD. Sahanur Islam(মোঃ সাহানুর ইসলাম)
ACCOUNT NUMBER: 228.151.29050(২২৮.১৫১.২৯০৫০)
DUTCH-BANGLA BANK, JHENAIDAH BRANCH , BANGLADESH
চিকিৎসার যাবতীয় ডকুমেন্ট পাবেন এই লিঙ্কে
সংগ্রহীত অর্থের পরিমান ও উৎস জানতে ক্লিক করতে পারেন গুগল ডকের এই লিঙ্কে
যে কোন প্রয়োজনে যোগাযোগঃ
_______________________
মাহাফুজুর রহমান বাপ্পী – 01671910287
আশিকুজ্জামান মিন্টু- 01928243598
শাহেদুজ্জামান বিপ্লব - 01927017747
আশিষ কুমার ঘোষ- 01719511148
পাপন রায়-01745618694
ইভেন্টঃ "ফিরবে শিমন, বাঁচবে মানবতা"