যারা নড লগইন বা বিভিন্ন রকম ট্রায়াল রিসেটার & বিভিন্ন সাইট থেকে প্রাপ্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দুই দিন পর পর বদলাতে বদলাতে ক্লান্ত এবং ইসেট যাদের সবসময়ের ১ম পছন্দ তাদের জন্য আমার এই পোস্ট। এই বার কামের কথা আসিঃ
প্রথমে নিচের লিংকটাতে ক্লিক করে প্রমোশন পেজে যান-
http://goo.gl/0oGyp
এখন নিচের ছবির মত পেজ আসলে প্রয়োজনীয় তথ্য দিয়ে "Request Trial" বাটনে ক্লিক করুন
কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার দেওয়া ই-মেইল ঠিকানায় ৬ মাসের ট্রায়াল লাইসেন্স এর লিংক চলে যাবে।
এবার ই-মেইল ঠিকানায় গিয়ে ইসেট থেকে পাঠানো "Email Validation" লিংকে ক্লিক করলেই আপনার কাংখিত
৬ মাসের ট্রায়াল ইউজার নেম ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
যেহেতু এটা ইউকের (UK) একটা প্রমোশন তাই যদি আইপি সাপোর্ট না করে তাহলে UK/US প্রক্সি বা VPN ব্যবহার করবেন।
গুগল "UK/US Proxy or VPN " লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
এরকম কিছু প্রক্সি সাইটঃ
http://www.proxy4free.com/list/webproxy1.html
http://anon-proxy.co.uk/
http://www.daveproxy.co.uk/
আমার নিজের ব্লগেও প্রকাশিত
নোটঃ প্রমোশনটির মেয়াদ শেষ হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১২ সকাল ১০:৫০