রিভিউ লিখতে পারনা আবার মুভি পোস্ট দিতে এসেছ!!
কালকে দেখলাম HOBBIT, থ্রিডিতে। ১২ ডিসেম্বর রিলিজ পেয়েছে আর আমি দেখলাম ১৪ ডিসেম্বর। এক্কেরে প্রথম না হতে পারলেও এক থেকে দশের মধ্যে আছি, কি বলেন?
এককথায় দারুন মুভি, তাই খুশিতে খুশিতে পোষ্ট লিখতে বসলাম। অন্তত আমার দেখা থ্রিডি মুভিগুলার মধ্যে সেরা লেগেছে এইটা। মুভি দেখতে দেখতে মনে হচ্ছিল যেন আমিই হবিটদের বাড়িগুলার মধ্যে ঢুকে পড়েছি। কিযে সুন্দর বাড়িগুলা আর কিযে সুন্দর দৃশ্যগুলা, লিখে প্রকাশ করা যাবেনা। যাইহোক, আমি কোন কিছুই গুছিয়ে লিখতে পারিনা, তাই আর মুভি রিভিউ বা মুভির কাহিনী লিখে মুভিটার বাজারদর নষ্ট করবনা।
সুযোগ পেলে আপনারাও দেখেন। আর যদি থ্রিডিতে সম্ভব হয় তাহলেত কথাই নাই।
বোনাস হিসেবে আরেকটা ছবি দিলাম।

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৫