
হঠাত সেদিন উইটিউব ঘাটতে ঘাটতে খুজে পেলাম একটা ভিডিও। ভিডিওটা ছিল পুরনো মাগাজিন থেকে বাক্স বানানোর। আইডিয়াটা খুব মনে ধরায়, দেরি না করে লেগে গেলাম বানাতে (আবশ্যই কাম কাজ ফেলে

১। প্রথমে ম্যাগাজিনের পাতাগুলা থেকে দুটা বা তিনটা ভালো দেখে পাতা বেছে নিতে হবে। এবারে পাতাগুলা দিয়ে বাটির যে বাক্সটাকে বেস হিসেবে উইজ করছি সেটার ভিতরের দিক্টা ঢেকে দিতে হবে। ছবিতে দেখা যাচ্ছে বাক্সটির ভিতরের অংশ সবুজ রঙের কাগজ দিয়ে ঢাকা

২। এবারে ম্যাগাজিনের বাকি পাতাগুলা রোল করে নিতে হবে, এক্ষেত্রে আমি পেন্সিল ব্যবহার করেছি জাতে করে রোল করতে সুবিধা হবে। ছবিতে দেখা যাচ্ছে রোলকৃত ম্যাগাজিনের পাতাগুলা।

৩। এবার বেস বাক্সটার বাইরের দেয়ালে আঠা লাগিয়ে নিতে হবে এবং একে একে রোলকৃত পাতাগুলা বেসটার বাইরের দেয়ালে লাগিয়ে দিতে হবে।

৪। সবশেষে বাক্সটিকে ফিতা দিয়ে বেধে ফুল করে দিতে হবে। সবশেষে বাক্সটি দেখতে নিচের ছবির মত হবে।

সব কাজ শেষ এবার বাক্সটিকে ব্যবহার করার পালা। আমি আমার বাক্সটাতে আমার চুলের ব্যান্ড রেখেছি।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ দুপুর ২:২৯