তোমাকে আনুষ্ঠানিকভাবে শত বর্ষ পূর্তির সালাম
মেরি ফিলিপ তুমি ১৯১৪ তে
ব্রাকে আইনিভাবে তোমার মালিকানায় নিয়ে এসেছিলে
তুমি বুক ও ব্রা বুঝতে
ব্যবসা বুঝতে না
যুক্তরাষ্ট্রের পেটেন্ড ব্যবসা তোমার হজম হয়নি
স্বামীর কথায় ব্রা তুলে দিলে ওয়ার্নার্স ব্রাদার্সের হাতে
তার পর ভ্রাতৃদ্বয় হয়ে বক্ষবন্ধনী চলে গেলো
কোটি নারীর বুকে
তারপর প্লাস্টিক ব্রা, বুলেট ব্রা, ও-ার ব্রা
কতো ব্রা আমাদের খেল দেখালো
তারপর নারীবাদের যুগ এলো
এখন নারীরা আবার বুক খুলে দেখায়
ব্রা খুলে ফেলাই প্রতিবাদ
নীল নদের দেশে নীল ব্রা খুলে ফেলে যে নারী
তাকে ধরে নিয়ে যায় আহাম্মক পুলিশে
আমার ব্রা আমি পরবো আমি খুলবো
সেই স্বাধীনতাবোধ রাষ্ট্রীয় শাসনযন্ত্রের বোধগম্য নয়
সে কেবল নিজের যন্ত্র সামলাতেই ব্যস্ত
ইদাসিং ভিক্টোরিয়ার গোপনীয়তা রক্ষার নামে সিক্রেট কোম্পানি
সোনা রূপা হীরা বসানো লক্ষ টাকার ব্রা বানায়
সেই সব ব্রা অনলাইনে দেখি খুশি থাকি
আমরা যে সব ব্রা খুলি, দেখি, পরাই
তার দাম বড় জোড় শতক পার হয় না
কিন্তু ভুলে গেলে চলবে না
মেরি ফিলিপ তোমার জন্মেরও হাজার বছর আগে শকুন্তলা
কাচুলি পরে ঘুরেছিলো তপোবনে
দুষ্মন্তকে দেখে তার কাচুলির বাঁধন ঢিলে হয়ে যায়
আর আমাকে দেখে এখন ঢিলে হয়ে যায়
এক কবি বালিকার ব্রা।
ব্রা তুমি কেমন সারাটা জীবন বুক ছুঁয়ে থাকো
মুঠোয় ধরে রাখো....
আহ ব্রা...
বাহ ব্রা...
তোমাকে আনুষ্ঠানিক শত বার্ষিকীর শুভেচ্ছা
আর অনানুষ্ঠুনিক সহস্র বার্ষিকীর ভালবাসা।