১। বহুদিন নিজের হাতে কিছু লিখি না। না লিখতে লিখতে হাতে রীতিমত জড়তা চলে আসছে। আমাদের বংশধরেরা কি আদৌ হাতে লেখা শিখবে?
২। গত চার বছরে আমার আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বেশ কিছু দেশ কয়েকবারই ঘোরার সৌভাগ্য হয়েছে। বিভিন্ন দেশের মধ্যে আমার কেন জানি নেদারল্যান্ডসকে সবচেয়ে ভাল লেগেছে। আমাকে যদি বলা হয় কেন, উত্তর হবে নেদারল্যান্ডসের খুবই বসবাসযোগ্য শহর এলাকাগুলো আর গ্রামাঞ্চলের বাগানসুলভ সৌন্দর্য। পুরো দেশটাই যেন নাগরিকেরা বাগানের মত করে সাজিয়েছেন। রাস্তা, তার পাশে খাল (যেখানে হাস ইত্যাদি চড়ছে বা লোকজন মাছ ধরছে), তার পাশে সৌন্দর্যবর্ধক গাছ, তার পাশে সাইকেল চালানোর আর পথচারীর রাস্তা, অতঃপর ছোট আঙ্গিনাসমৃদ্ধ বাড়ি। যোগাযোগব্যবস্থা খুবই বাস্তবসম্মত এবং নির্ভরযোগ্য, বিশেষত এনএস নামক তাদের জাতীয় ট্রেনব্যবস্থা।
অনেকে যদিও আমস্টারডাম বা রটরডেমের মত বড় শহর পছন্দ করেন, আমার বেশি ভাল লাগে নেদারল্যান্ডসের ছোট শহরগুলো: ডেলফ্ট, আলমেলো, হেঙ্গেলো ইত্যাদি। আইন্দহোভেনের মত মাঝারি শহরগুলোও বেশ সুন্দর। ঘনবসতিপূর্ণ দেশ হলেও কিভাবে সৌন্দর্য বজায় রাখা যায় সে ব্যাপারে ওলন্দাজদের থেকে কিছু শিখেছি হয়তো আমি।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩২