সামরিক বাহিনী/ পুলিশ বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ খুন হলে বিচার না হওয়া পর্যন্ত তদন্ত চলে,
সাংবাদিক সমাজের কেউ খুন হলে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলে,
আইনজীবী সমিতির কেউ খুন হলে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন + কর্ম বিরতি চলে,
রাজনীতিবিদ/ ডাক্তার/ শিক্ষক সমিতির কেউ খুন হলে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন + কর্ম বিরতি চলে,
কিন্তু আফসোস......
আমার আপনার মত সাধারণ মানুষ খুন হলে কর্ম বিরতি, আন্দোলন, মানব বন্ধন, বিচার ইত্যাদি তো দুরের কথা, কাকের মত একটা কাক-বন্ধন ও হয় না। উল্টো আরো আমাদের মত সাধারণ মানুষের মৃত্যু উপরোল্লিখিত সম্মানিত ব্যক্তি বর্গের রুটি রোজগারের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে।