আকাশের বুকে তোর ছবি একে আবার মুছে দিলাম, ভয় যদি কেউ দেখে ফেলে।
রঙতুলি সাজিয়ে আবার আঁকতে বসলাম, এইবার আর অন্য কোথাও আকবো না তোকে, আকবো আমারি বুকের ঠিক মাঝখানটায়... এই যে দেখ তোকে কেমন একে নিলাম বুকের খাজে। শার্টের উপরের দিকের বোতামগুলো এখন থেকে আর খোলা রাখবো না, যদি কেউ দেখে ফেলে..
তুই আমার শুধু আমার, বুকের গভীরে লুকায়ে ভালোবাসবো আমি নীরব নিঝুম ভালোবাসায়, কোন দাগ লাগতে দেবো না কখনও, সুযোগও রাখবো না এতটুকু..
তোকে কিন্তু জড়িয়ে রযেছি এখন, খুব শক্ত করে, তুই বুঝতে পারছিস?
বৃষ্টি চোখে তাকিয়ে থাকি
তোমার দিকে প্রিয়,
ভালোবাসায় আলতো করে
তোমার বুকে নিও।
তুমি আমার একলা পাখি
হৃদয় মনে প্রাণে,
তুমিই বুঝি আছো মিশে
আমার কবিতা গানে।
ভালোবাসার দোহাই লাগে
স্বপ্ন রেখো বুকে,
তোমায় আমায় হবে দেখা
জড়িয়ে রবো সুখে।
আমি আকাশ হয়ে তাকিয়ে থাকি তোর দিকে, বৃষ্টি হয়ে ভেজাই পৃথিবী তোর নামে, ভালোবাসার ফুল বিছাই তোর পথে, তুই আমার শুধু আমার, ভালোবাসা!
তোর রিনিঝিনি হাসির কলকল সুরে,
হারিয়ে যাই তোকে নিয়ে দূর বহুদূরে।
ভালোবাসার কলতানে সারা বেলা ভেসে,
সুরের পিঠে উড়োউড়ি তোকে ভালোবেসে।
ভালোবাসে ভালোবাসায় বেঁধে রাখি তোরে
বুকেরও গভীরে
ঘুম ভরা দু'চোখে তোকেই দেখি
তোকেই আঁকি
সুখেরও ঘোরে
আমি ভালোবাসি তোরে।
বুকের ভেতর কষ্টগুলো খুবলে খায় হৃদয়, চাপা বেদনার ঝাঁকে প্রাণ হারায় ভেতরের সমস্ত সুখ দুঃখগুলো দু'চোখ বেয়ে ঝরতে থাকে টিপ টিপ বৃষ্টির মতন,
অসহায় পৃথিবী করুণ চাহনীতে জানান দেয়, তুমি কাছে নেই ...
বোঝাবো কেমন করে
ভালোবাসি কত তোরে
তুই যে আমার সাথী
ভালোবাসি দিবারাতি
বিরহ ব্যাথা মনে
কেঁদে ফিরে তোরই সনে
ভালোবাসায় সমর্পনে
তোরে খোঁজে মনেপ্রাণে
ভালোবাসি ভালোবাসি
আমি তোরে ভালোবাসি
জড়িয়ে ধর না আমায়
হারাবো দূর অজানায়
তুই আমার শুধু আমার
শপথ এই ভালোবাসার
ছাড়বো না তোকে কভু
শত কষ্ট আসে তবু
জড়ায়ে থাকবো দু'জন
দুটি প্রাণে একটিই মন।
পৃথিবী মেঘলা হয়ে যায় তোর বিরহে, বুকটা খা খা করে ওঠে তোর অভাবে, হৃদয় কান্নায় ফেটে পড়ে, তোর কষ্টে, ভালোবাসার কান্না হয়ে ঝরে তোর ব্যথায়!
আমি ভালোবাসি প্রাণ সখি গো
শুধু তোমায়, ওগো শুধু তোমায়
এ হৃদয় প্রাণে গানে গানে
গুন গুন গুন সুরের তানে
ভালোবাসার নাও ভেসে যায়
নীল দড়িয়ার অথৈ বানে
তুমি আমার শুধুই আমার
আমি তোমার, তুমি আমার
চিরদিনের সাথী মোরা
ভালোবাসায় হৃদয় ঘেরা
মনের ঘরে তোমার ছবি
ভালোবেসে পেলাম সবই
তুমি আমার, শুধুই আমার
আমি তোমার, তুমি আমার
আঁধার কেটে হাসবে আলো
তোমায় শুধু বাসবো ভালো
ভালোবাসার প্রদীপ জ্বেলে
বুক জুড়াবে তোমায় পেলে
তুমি আমার, আমি তোমার
দোহাই লাগে ভালোবাসার
ছাড়বো নাগো এ হাত কভু
যায় চলে যাক জীবন তবু
ভালোবাসি ভালোবাসি
শুধু তোমায়, ওগো শুধু তোমায়
ভালোবাসায় ভালোবেসে জড়ায়ে রয়েছি তোরে, শুধু তোরে, ভালোবাসার জোড়ে ... আকাশ হয়ে চেয়ে থাকি তোর পথে, ছায়া দিয়ে ঢেকে রাখি তোর ছায়াপথ, ভালোবাসার ছায়াপথে ছুটে যাই তোর পথে, ভালোবাসার মায়াপথে তুই থাকিস বসে, বিছিয়ে রাখা ভালোবাসার বুকে, দু'চোখ বুজি ভালোবাসার সুখে.......
একটা স্বপ্ন ছিলো বুকে
বুকের মাঝে রাখবো তোকে
তুই যে আমার স্বপ্ন-সাথী
ডাকি তোরে দিবারাতি
ভালোবাসি শুধুই তোরে
ধর না আমায় বুকের জোড়ে
তুই যে আমার স্বপ্ন-পাখি
চোখের ভেতর দুচোখ রাখি
ভালোবাসার মায়ায় তোরে
জড়িয়ে রাখি বুকের ঘরে
ভালোবাসি ভালোবাসি
শুধুই তোরে ভালোবাসি
মনে কি পড়ে না তোর, এই আমাকে? কত কষ্টে আছি আমি, বুঝিস না?
আজ রাত হবে আরেকটি কষ্ট রাত,
এইটা বোঝাতে পারবো না কাউকে
চাপা কষ্টে কেটে যাবে অন্ধকার
ভেতরে ভেতরে খুঁটে খাবে হৃদয়
ভেতরের কষ্ট নদী,
জলশূণ্য কষ্ট নদী....
গত রাতে এসেছিলি তুই
সারা রাত স্বপ্নে মিশে
কত হাসাহাসি খুনসুটি
ভালোবাসাবাসি ছিলো
ছিলো একরাশ সুখ
ছিলো গালফোলা রাগারাগি
অভিমানি সুরের আনাগোনা
তবুও জড়িয়ে ছিলাম তোরে
সারারাত, ঘুমের ভেতর
একটু আগে ঘুম চলে গেলো
স্বপ্ন দিলো উড়াল
তুই নেই, নেই কোথাও
বুকটা হলো খালি
ভেতরের হু হু কান্না আবার
বিলাপধ্বনিতে মুখরিত সব
ভালোবাসা ব্যথায় খুঁজে ফিরি
মুষরে পড়ে থাকি ঘরে
শহরে বেরুবো না আজ
তুই আসবি, এই আশা বুকে
নিষুতি স্বপ্নের পাখা ধরে
ভালোবাসি, শুধু ভালোবাসি তোরে!
তোর একটু পরশনে শান্তি জোয়ার ওঠে আমার পৃথিবীতে শান্তিতে ভাসতে থাকি অবিরাম থৈ থৈ স্বর্গ সুখের অপার শান্তিতে... আমার শান্তি, ভালোবাসি তোকে।
তোর কথাতে বৃষ্টি ঝরে,
টাপুর-টুপুর বুকের ঘরে!
রাঙা রঙ রাঙিয়ে তোলে,
দুঃখ-ব্যথা জীবন ভোলে।
স্বপ্নগুলো বুকের খাঁজে,
উল্লসিত শান্তি মাঝে।
দুখের নায়ে সুখের আশা,
তুই যে আমার ভালোবাসা।
ভালোবাসায় স্বপ্ন মেলি,
শান্তি এতো কোথায় পেলি?
শান্তি যে তোর বুকের কোনে,
মন মিশে রয় তোরই মনে...
বুকটা যেন ব্যথার পাহাড় কষ্ট ভরা নদী, হৃদয় সাগর উথলে ওঠে কষ্টে নিরবধি...
বুকের গভীরে চেপে থাকা ভালোবাসার বিন্দু বিন্দু কষ্টগুলোকে তোর নামে পাঠিয়ে দিলাম এইমাত্র, তুই টের পেয়েছিস? তোকে ভালোবাসি কতটুকু বোঝাতে পারবো না, শুধু জানি ভালোবাসি, বুকের গভীর ভালোবাসার অনেকটুকুন জুড়ে আছিস তুই, তোর কথা ভাবলেই বুকের অতল পৃথিবী হু হু করে ওঠে, বিরহকান্নায় ভাসতে থাকে ভেতরের পুরোটা পৃথিবী। আচ্ছা, তুই কি টের পাচ্ছিস? এই যে এখন, শুনতে পাচ্ছিস, কান্নাসুর?
হঠাৎ মিলিয়ে যাবো মাটিতে, মাটি হয়ে
জোনাকি ফুল হয়ে ফুটবো, মাটি ফুড়ে
তখন আমায় আগলে রাখিস, তোর খোপায়
সারা দিনরাত ঘুরে বেড়াবো, তোর সাথে
মিশে রবো তোর মাঝে, তোর হয়ে
ভালোবাসার তোকে আকড়ে রবো, ভালোবেসে!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৭