আঁধারের কোলে মাথা রেখে ব্যথার নিঃশব্দ কষ্টগুলো বুকের খাজে লেপ্টে থাকা ছোপ ছোপ দুঃখের সাথে মিলেমিশে একাকার! সুতীব্র হাহাকারে পুরো পৃথিবী শোকান্ধ বিলাপে মশগুল!
ফুল হতে পাপড়ির আলাদা হওয়াটা যে কতখানি কষ্টের, তা কেবল পাপড়িই জানে। ফুল হয়তো কিছুটা বোঝে অথবা, বোঝে না। সুমধু সুখের আলিঙ্গণের মাঝে হঠাৎ বেদনার সুর বেজে উঠলে, কার ইবা ভালো লাগে? ভালোবাসার স্বর্ণশস্য হয়ে এই যে বুকের ভেতর শুধু একজনের ঘূর্ণন, চলাফেরা এদিক সেদিক সকাল বিকেল সারা বেলা, খবর তার কে ইবা রাখে?
ভাঙা হৃদয় ভাঙা স্বপ্নে
উথাল-পাথাল জীবন নদী
থৈ থৈ কালো দুঃখ জলে
বৃষ্টি পাখি কথা বলে
কথার মাঝে কথা থাকে
কষ্ট ঘোরে নদীর বাঁকে
বৃষ্টি জলের কষ্ট পাখি
নীরব নিথর একলা পাখি
খুঁজতে থাকে ভিজতে থাকে
সুখের জমিন
সাড়ে তিন হাত সুখের জমিন
শেষ ঠিকানা সেই জমিনে
সেই ঠিকানা দাও না এনে
ভালোবাসার দোহাই দিলাম
কষ্টে ভেজা কথা দিলাম
ভালোবাসার শেষ ঠিকানায়
ফেরার উপায় থাকেনা হায়
বুকের বৃষ্টি বুকের ভিতর
ছটফটানি জীবন পাথর
অন্ধকারের কষ্ট পাথর!
পুরোনো সোঁদা মাটির গন্ধে আকুল হয়ে আসা প্রাণে ভালোবাসার জাগরণে চারিধারে শুরু হয়ে যায় সুখ সুখ কলরব! তবে কি আজ, ভালোবাসায় ভাসাবি আমায়?
খুব ভালোবাসি তোকে ... তুই যে, শুধুই আমার