পৃথিবী বদলায়, মানুষ বদলায়, বদলায় মানুষের রঙ
আজন্ম চোখের ভেতরে চোখ মেলে চেয়ে থাকা মানুষ খুঁজে ফেরে নতুন চোখের সন্ধান
কবিতার বর্ণমালায় পুরোনো ক্যানভাসে আঁকা হয় না আর প্রিয়দের ছবি
প্রিয়রা আজ অপ্রিয়র সজ্জায় লাল নীল সাজানো নতুন পথের যাত্রী
পথের ধারে মুসড়ে পড়ে থাকে সাদা কালো স্মৃতির আচড়
ধুকে ধুকে পায়ের আঘাতে মুছে যায় তাও
স্বপ্নের বাঁধন ছিড়ে উড়াল খোলা আকাশে
গাঢ় নীলে নীল হওয়ার আকুলতা
চোখ বুজে কেবলই, বিষনীল ...