বর্ণালি শিশিরবৃন্দ ঝলমল করে বেঁচে আছে হৃদয়ের আলিঙ্গণে আজও, জ্যোৎস্নাপ্রহরের মৃত্যুতে এতটুকু বিচলিত নয় সে। তার চোখমুখ জুড়ে স্থায়ী নিবাস গেড়েছে ভালোবাসার মুক্ত উচ্ছাসের টুপ টুপ বৃষ্টির ফোঁটা ফোঁটা জল.........
শান্তি,
নীল আকাশের গায়ে লেপ্টে থাকা মেঘগুলোকে তোমার ঠিকানা দিয়ে দিলাম এইমাত্র, যাবে ওরা তোমার দেশে উড়তে উড়তে, ছোট্ট শিশুটির মতন আকাশের হাত ধরে ধরে, ভেজাবে তোমায় একপশলা কথার বৃষ্টিতে, শুধু আমারই নামে...
নন্দিত সুখেতে শান্তিরা পাখা মেলে খোলা আকাশে
হেসে হেসে উড়ে উড়ে ভেসে ভেসে সুখের বাতাসে
অপেক্ষার বর্ণমালাগুলো তোমার গান গাইতে থাকে সারাক্ষণ, কানের কাছে গুন গুন গুন সুরে গাইতে থাকে, বলতে থাকে, কখন তুমি আসবে? কখন? ভোরের সূর্যটাও তোমার কথা বলতে বলতে আলোয় আলোকিত করে তোলে নিঃসঙ্গ এই আমাকে, আবার রাতের চন্দ্রতারা তোমার নামে জ্যোৎস্নার ঝুম ঝুম বৃষ্টিতে ভেজায় আমায়, জোনাক বৃষ্টিতে আমি সুখিমনে অপেক্ষায় থাকি, চেয়ে থাকি পথপানে, কখন তুমি আসবে, কখন?
মুখ তুলে চেয়ে থাকি শিশুর মতন
ঐ পথে যে পথে তুমি আসো...
কল্পনার পাখায় উড়ে আমি তোমাতে চলে যাই, তুমি হয়তো টের পাও অথবা, পাও না.. তবে আমি যাই, অনেকবার.. তোমাতে স্বপ্ন দেখি, দেখতে দেখতে স্বপ্ন পুষি...
এসো বৃষ্টি হয়ে বৃষ্টি খেলি, শুধু দুজনে
এসো সুখের ভেতর সুখ মেলি, স্বপ্ন ভুবনে
মাঝে মাঝে আকাশের বৃষ্টিগুলো সব আমার হয়ে যায়, আমার বাদামী রঙা চোখ দুটোকে ঘিরে বসে বৃষ্টিগুলো, বৃষ্টিগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় ভিতরেও শুরু হয় প্রবল বৃষ্টি, সেই বৃষ্টিগুলো বড় বেশি অসহ্য, বড় বেশি কষ্টের। জানি, এই বৃষ্টি থামবে না তুমি না আসা পর্যন্ত। আচ্ছা, তুমি কি একবার আসবে? কখন আসবে? কখন?
তুমি আমার একলা আকাশ
একলা বৃষ্টি দুপুর,
তুমি আমার মন যমুনা
তুমি, সুর সমুদ্দুর।
শান্তি, শান্তি আমার, কত যে ভালোবাসি তোমায় বোঝাতে পারি না, কেন পারি না? তোমার বিরহে থাকা সময়গুলো কাটতে চায় না যেন, কেমন হু হু করে বুকটা, মাঝে মাঝে আকাশফাটা চিৎকারে ফেটে যায় হৃদয়। তুমি একদিন বলেছিলে, "কেন এতো ভালোবাসো আমায়?" আরে, ভালোবাসা তো ইচ্ছে করে হয় না শান্তি, জোড় করে ইচ্ছে করে ভালোবাসা যায় না, ভালোবাসা হয় হৃদয় হতে হৃদয়ে, তোমার হৃদয়ের সাথে আমার হৃদয়ের দেখা হলো যেদিন, সেদিন হতেই ভালোবাসা হয়ে গেল, সে ভালোবাসা বাড়তে থাকলো আস্তে আস্তে, মনের অজান্তে, অবশেষে ভালোবাসা ভালোবাসা শুধু ভালোবাসা, অনেক অনেক বড় হয়ে গেলো সে ভালোবাসা..
আমি তোমায় ভালোবাসি
শুনি তোমরা উচ্ছল হাসি
ছুটে ছুটে কাছেতে আসি
তুমি আমার তুমি আমার
শুধু তোমায় ভালোবাসি
আমি এক পৃথিবী আকাশ হতে পারি তোমার জন্যে প্রিয়, আবার হতে পারি একখন্ড বরফের টুকরো, আমি হতে পারি উড়ে যাওয়া সফেদ পায়রার শুভ্র পালক, হতে পারি মেঘ, হতে পারি পাহাড়, নদী, নীল সমুদ্র, আবার হতে পারি রাখালের সুরেলা বাঁশি, বিসমিল্লাহ্ খাঁর শানাইয়ের সুর, হতে পারি গাছ, সবুজ পাতার উচ্ছাস, হতে পারি পাখি, হতে পারি ঘাস, রাতের আঁধার, স্নিগ্ধ জ্যোৎস্না, আমি হতে পারি সোনালী ভোর, বৃষ্টি ভেজা সকাল,কুয়াশার ঢল, হতে পারি ঝর্ণা, এক রাশ তুষার, হতে পারি রাতের জোনাকি, প্রেমের শিশির, হতে পারি, হতে পারি, হতে পারি, আমি সব হতে পারি প্রিয়, শুধু তোমার জন্যে, পৃথিবীর সবকিছু আমি হতে পারি শুধু তোমার জন্যে..... শান্তি, শুধু তোমার জন্যে....
তোমার চোখের শিশিরগুলো
আমার চোখে আসুক,
আমার মনের সকল খুশি
তোমার মুখে হাসুক.......
আমি স্বপ্ন হারিয়েছি বার বার, স্বপ্নের কাছে পরাজয় মেনেছি বারবার, কিন্তু স্বপ্ন দেখা আজও ছাড়িনি। কারণ, স্বপ্নে যে মিশে আছো তুমি। আমি এখনও চোখ বুজলেই দেখি তোমাকে, হাত বাড়ালেই টের পাই তোমার অস্তিত্ব, কান পাতলেই শুনি তোমার রিনিঝিনি কথার সুর....
ঝুর ঝুর নাশপতি ঘ্রাণে
শান্তি আজ প্রাণে প্রাণে
ভালো থেকো শান্তি আমার, লক্ষী শান্তি আমার, অনেক অনেক ভালো থেকো। ভালোবাসি তোমায়, বেসে যাবে আজীবন...