চিনবো কী করে, আমার শেষ কবিতার আগের কবিতা কোনটা ?
যেরকম শীত পড়েছে, আর শীতের সাথে পাল্লা দিয়ে ক্রমাগত
যেরকম হিমাংকের নীচে নেমে যাচ্ছে আমার রক্তের উত্তাপ,
সন্দেহ হয়, ভয় হয় যদি হুট করে মরে যাই, যদি না বাচি?
তখন কি হবে? এমনিতেই পুড়ে পুড়ে সেগুনের কাঠ হয়ে গেছি,
এই শীতের মধ্যে মরে যদি শক্ত কাঠ হয়ে যাই আরও ?
বেদনার এই বজ্রমুষ্ঠি খোলা, তখন সম্ভব হবে না আর কারো....
......গুন