OOOOO
নেতা: কথা দেন, আমারে ভোট দিবেন।
ভোটার: আরেকজনেরে যে কথা দিয়ে ফেলছি।
নেতা: তারে কথা দিলেই যে তারে ভোট দেয়া লাগবে..... এমন তো না।
ভোটার: তাহলে, আপনাকেও কথা দিলাম।
OOOOO
নেতা: প্রয়োজন হলে বুকের রক্ত ঢেলে দেবো।
জনতা: কিন্তু আপনি তো শুনেছি রক্ত স্বল্পতায় ভুগছেন।
OOOOO
১ম রাজনীতিবিদ: আমাদের অফিস থেকে এইমাত্র যেই লোকটি বেরিয়ে গেলো, সে অফিসের বাইরে এক পা রাখার সাথে সাথে মূর্তি হয়ে গিয়েছে।
২য় রাজনীতিবিদ: তাকে উল্টো দিকে এমন ভাবে ঘুরিয়ে দাও যেন সবাই তাকে দেখে মনে করে যে, সে আমাদের অফিসে ঢুকছে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪