বউ,
আজকে অনেক অনেক দিন পর তোমার কাছে চিঠি লিখতে বসেছি।
শেষ কবে চিঠি লিখেছি ঠিক মনে পড়ছে না। তবে আমি নিশ্চিত, সেটাও প্রায় ২-৩ বছর আগে, ২০০৭ কি ২০০৮ এর দিকে। এর পর আর কোনো চিঠি লিখা হয় নাই। দরকারী কিছু হয়ত ইমেইল করা করেছি, কিন্তু সেই সনাতনী চিঠিটা আর লিখা হয় নাই।
আমি জানি, আজকে তোমার খুব মন খারাপ। অনেক প্রিপারেশন নিয়েও ১৪ই ফেব্রুয়ারীর দিনটা তোমার সাথে থাকতে পারলাম না। মনে করলাম এই দিনটাতে তোমার সাথে থাকার থেকেও অন্যের প্রয়োজনটা বেশি হতে পারে, তাই চলে আসলাম। আসলে খুব দরকারী কাজে চলে এসেছি, তাও না, কিন্তু কাউকে দেওয়া কথা রাখতে তো হবে, তাই না? আমি জানি, তুমি খুব খুব মন খারাপ করেছো, আমাকে ক্ষমা করে দিও প্লিজ।
এইটা যাচ্ছে ২০১১, এই ভ্যালেন্টাইন্স ডে তে আমি তোমার সাথে নাই। ২০১০ এ ও ছিলাম না, ২০০৯ সালেও না, ২০০৮ সালেও ছিলাম না। ২০০৭ এ তোমার সাথে দেখা হয়েছিল সন্ধ্যার পর, তুমি ক্লাশ শেষ করে তোমার আপার বাসায় যাচ্ছিলে, আমরা গেলাম নিউ মার্কেটে, তোমাকে একটা হার্ট সাইনের বালিশ- কুশন কিনে দিলাম, তারপর তুমি চলে যাবে, তাই আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসলাম। সব মিলিয়ে সর্বোচ্ছ ২ ঘন্টা একসাথে থাকে, বাসে নিউ মার্কেট থেকে তোমার বাসা যাওয়া পর্যন্ত।
আসলে আমরা দুইজনই একটা শুভদিন, শুভসময়ের অপেক্ষায় আছি। দুইজনই অনেক কষ্ট, অনেক কিছু ত্যাগ মেনে নিচ্ছি একটা উজ্জ্বল ভবিষ্যতের আশায়। কখনো কোনো কিছু মিস হলে নিজেদের সান্তনা দেই এই ভেবে, '' হয়ত এর থেকেও আরো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে।'' আসলে আমরা নিজেরাও জানিনা আমাদের এই অপেক্ষাটা কবে শেষ হবে। আশা করি সৃষ্টিকর্তা আমাদের নিরাশ করবে না।
আজ যখন চলে আসছিলাম, তোমাকে বললাম, আমাদের সবদিনই ভ্যালেন্টাইন্স ডে, তাই আমাদের আলাদা করে কোনো দিবস পালন করার দরকার নাই। এটা কি নিজেকে সান্তনা দেওয়ার জন্য নয় কি?
মাঝপথে তুমি যখন ফোন করলে, খুব খারাপ লাগছিলো। মনে হচ্ছিলো, আমি তোমার সাথে অবিচার করেছি। আমার তো আগামীকাল তোমার সাথে থাকার কথা ছিলো? দায়িত্ববোধ বড়? নাকি প্রিয়জন, আবেগ বড়? আমি কি প্রিয়জনের আবেগকে পিছনে ফেলে দায়িত্ববোধটাকে মেনে নিলাম?
ভ্যালেন্সটাইন্স ডে বলে কোনো দিবস থাক আর নাই থাক, আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। হয়ত কোনো প্রমাণ দিতে পারবো না, তারপরও আবার বলবো, ভালোবাসি।
ভালো থেকো।
আমি
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০৩