যানজটের সাথে ম্যানজটও যে হারে বেড়েই চলেছে তাতে আর পাবলিক বাস সহ্য করতে পারছি না, ঠেলা ঠেলি গুতাগুতি, পকেট কাটা...
সবচেয়ে prefer করি সাইকেল.. আমার আছেও একটি অনেক আগে থেকে । তাছাড়া অনেক সুন্দর সুন্দর মাউন্টেইক বাইক পাওয়া যায় ইদানিং, কিন্তু...
আমি যে ঢাকায় থাকলেও ঢাকা সিটিতে থাকিনা.. সিটির পার্শবর্তী ঢাকার বর্ডারে থাকি। সাভার ক্যন্টনমেন্ট ।
প্রতিদিন সাভারধানমন্ডি আপডাউন করতে হয়, প্রায় ৩৫+৩৫ কিলো । গাড়ি কেনার মানে ৪চাকা ওয়ালা কিছু পোষার সামর্থ্য এখনো হয়নি । এবার তাহলে কথা আসে মটরসাইকেলের, কিন্তু আর SavarDhaka petrol খরচ পোষাবে না. দেড়-দুই লিটার মিনিমাম লেগে যাবে, মিনিমাম ৮০+৮০ । রিস্কি বাহনতো বটেই ।
অনেক ভেবে মাথায় আসলো ব্যাটারী চালিত স্কুটার/বাইকের কথা । আর সেই সাথে আপনাদের কথা, যারা বিভিন্ন প্রয়েজনে সবসময়ই অভিজ্ঞ মতামত আদান-প্রদানের মধ্য দিয়ে সাহায্য করেন ।
Electric Bike (Scooter) (ব্যাটারী চালিত) এর ব্যাপারে কারো কোন positive/negative idea থাকলে please share করুন...
ব্যবহারের অভিজ্ঞতা সম্পন্ন/অসম্পন্ন সবাই মতামত দিন ।
আমি ঘেটেঘুটে এই মডেলটা পছন্দ হইছে ।
.
বর্ণনা: স্পেসিফিকেশন ডিটেলইলস
.
ধরেন চার্জ দিয়া টুকটুক করে আইলাম, প্রয়োজনে আবার চার্জ দিয়া বা নাদিয়া টুকটুক করে বাসায় গেলাম । কারো পায়ের পারাও খাইলামনা, কোন বাসের জন্য রাস্তায় দাড়াইয়াও থাকলাম না । মাঝেমধ্যে বাসার কাছাকাছি আড্ডা দিতেও আর রিকসাভাড়া দিতে হইলোনা । আম্নেরা কি কন ভাইডি?
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪০